জম্মু কাশ্মীর থেকে বিশেষ রাজ্যের তকম ছিনিয়ে নিলেও, জম্মু কাশ্মীর আর লাদাখের মানুষের উপরে মেহরবান মোদী সরকার। আর এই জন্য জম্মু কাশ্মীরের আট লক্ষ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৪ হাজার করে টাকা পাঠালো মোদী সরকার। এই টাকা ৩৭০ ধারায় সংশোধন করার আগেই পাঠিয়ে দেওয়া হয়েছিল। সরকার এই টাকা সেখানকার কৃষকদের ঋণ নেওয়া ছাড়া চাষাবাস করার জন্য পাঠিয়েছে। আবারও দুই হাজার করে টাকা পাঠাবে মোদী সরকার।
এই টাকা প্রধানমন্ত্রী কিষাণ সন্মান নিধি যোজনা (pm-kisan samman nidhi scheme) এর মাধ্যমে পাঠানো হয়েছে। বিশেষজ্ঞরা জানান, জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর এখন আরও তাড়াতাড়ি কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। কারণ এখন সেখানে কেন্দ্রের শাসন জারি আছে।
জম্মু কাশ্মীরের প্রায় ৮০ শতাংশ মানুষ কৃষি কাজের উপর নির্ভর। কেসর এর চাষের জন্য জম্মু কাশ্মীর বিখ্যাত। এছাড়াও আপেল, ধান, মক্কা, বাজরা, কাপাস, তামাক, গম এবং আঙুরেরও চাষ হয় সেখানে। জম্মু কাশ্মীরে প্রচুর পরিমাণে ফুলেরও চাষ হয়। লাদাখে ছোলার চাষাবাস হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৩৭০ ধারা তুলে দেওয়ার পর গতকাল জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। সেই ভাষণে তিনি জানান, এবার জম্মু কাশ্মীর এবং লাদাখ কেন্দ্র সরকারের সমস্ত প্রকল্পের লাভ সরাসরি ওঠাতে পারবে। যদিও এই ভাষণের আগেই মোদী সরকার সেখানকার কৃষকদের অনেক প্রকল্পের সুবিধা পাইয়ে দিয়েছে, এবং তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকাও পাঠিয়ে দিয়েছে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2YUn7m7
Bengali News