-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

কেউ পাশে দাঁড়ায়নি বলে ট্যুইটারে এসে কান্নাকাটি শুরু করে দিলেন ইমরান খান

- August 11, 2019

জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা আর ৩৫-এ তুলে দেওয়ার পর থেকে পাকিস্তান পাগলের মতো হয়ে গেছে। বিশেষ করে পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান নিজের এই পাগলামো সোশ্যাল মিডিয়া সাইট গুলোতে দেখাচ্ছে। ইমরান খানের পাশে কাশ্মীর আর ৩৭০ ধারা নিয়ে বিশ্বের কোন দেশই দাঁড়ায়নি, এমনকি পাকিস্তানের পরম মিত্র চীনও পাশে দাঁড়ায়নি! আর এর জন্য তিনি এখন সোশ্যাল মিডিয়ায় এসে সাহাজ্যের কাতর আবেদন জানাচ্ছেন।

রবিবার আরও একবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কাশ্মীর নিয়ে ট্যুইট করেন। পাক পিএম ইমরান খান ট্যুইট করে বিশ্বের অনান্য দেশ গুলোকে দখল আন্দাজি করার আবেদন জানান। ইমরান খান ট্যুইট করে লেখেন, ‘আরএসএস এর বিচারধারার জন্য আজ গোটা কাশ্মীরে কারফিউ এর পরিস্থিতি। কাশ্মীরের মানুষের উপর অত্যাচার করা হচ্ছে, আর কাশ্মীরে নরসংহারের পরিস্থিতি সৃষ্টি হয়েছে।”

আপনাদের জানিয়ে রাখি, বিগত কিছুদিন ধরে জম্মু কাশ্মীর নিয়ে পাকিস্তান মাত্রাতিরক্ত পাগলামো করছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ট্যুইট এই পাগলামোর ফল। ইমরান খান কাজ, বাজ বন্ধ করে আলাগাতার একের পর এক ট্যুইট করেই চলেছেন। ভারতের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করার পর পাক প্রধানমন্ত্রী ইমরান খান ভারতের বিরুদ্ধে বিষ উগড়ে যাচ্ছেন।

ইমরান খান একটি ট্যুইট করে লেখেন, ‘আমার আশঙ্কা হল, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের হিন্দু বিচারধারা নাৎসি বর্বররতাকে প্রশ্রয় দিচ্ছে। এই সিদ্ধান্তের ফলে জম্মু কাশ্মীরে মুসলিমদের দমন করার প্রক্রিয়া শুরু হবে, আর পাকিস্তানকে নিশানা বানানো হবে। এটা হিটলারের বর্বরতাঁকে অনুসরণ করে হিন্দু বর্বরের সংস্করণ।”



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2KD1mOB
Bengali News
 

Start typing and press Enter to search