নরেন্দ্র মোদী আরো একবার পুরো বিশ্বের সামনে হিন্দু সংস্কৃতি তথা ভারতীয় সংস্কৃতির ধারণা তুলে ধরেন। 12 আগস্ট, নরেন্দ্র মোদীকে বেয়ার গ্রিলসের ( Bear Grylls) পাশাপাশি ডিসকভারির ম্যান ভার্সেস ওয়াইল্ড শোতে দেখা যাবে। এই পর্বে নরেন্দ্র মোদীকে বেয়ারের সাথে জঙ্গলে ঘুরে বেড়াতে দেখা যাবে। আজ অবধি, শোটির এই পর্বটির শুটিং হয়েছে উত্তর ভারতের হিমালয় পাদদেশে। এই জঙ্গলে সিংহ, হাতি, কুমির এবং সাপ পাওয়া যায়। বেয়ার গ্রিলস বলে যে আজ আমি ভারতে Man vs. Wild এর ভার্সনের একটি বিশেষ সংস্করণের জন্য এসেছি। বায়ার জিম কর্পেটকে বিশ্বের কিছু সুন্দর এবং বিপজ্জনক বন্যজীবন হিসাবে বর্ণনা করেছেন। বাঘ, কুমির, হাতি এবং অনেক সাপ। শোতে বেয়ারকে বলতে দেখা যাচ্ছে, যে প্রধানমন্ত্রী মোদী বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নেতা হলেও এখানে কেবল জঙ্গলই রাজত্ব করে।
মোদী, বেয়ার গ্রিলস সহ বর্শা প্রস্তুত করেন এবং এর মধ্যে বায়ার জিজ্ঞাসা করেন, “আমি শুনেছি আপনি ছোটো বেলায় জঙ্গলে অনেক সময় কাটিয়েছিলে?” মোদী উত্তরে বলেন, আমি হিমালয়তে যেতাম। তিনি বলেছেন যে আমি 17-18 বছর বয়সে বাড়ি ছেড়ে চলে এসেছি। ভাবছিলাম কী করব বা করণীয় কি না। আমি প্রকৃতি ভালবাসতাম।
বেয়ার গ্রিলস জিজ্ঞাসা করেন যে, অভিজ্ঞতাগুলো আপনার জীবনে কোন কাজে লেগেছে? নরেন্দ্র মোদী উত্তরে বলেন আজও সেই শক্তি রয়েছে। এরপর বেয়ার গ্রিলস একটা বর্শা তৈরি করে নরেন্দ্র মোদীকে দেন। বেয়ার বলেন, আপনি ভারতের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাক্তি তাই আপনার রক্ষা আমার প্রথম কর্তব্য। তাই এই বর্শাটি আপনি রাখুন, কোনো বাঘ এলে এটা দিয়ে মারবেন। এরপর নরেন্দ্র মোদীর তরফ থেকে আসে চমকে দেওয়ার মতো উত্তর। নরেন্দ্র মোদী বলেন, আমার সংস্কৃতি শিক্ষা কাউকে হত্যা করা শেখায় না। নিচের ভিডিওটি দেখুন।
Watch PM Shri @narendramodi and @BearGrylls on #ManVSWild as they venture into India’s wilderness to raise awareness about environment and animals.
Do tune in to @DiscoveryIN at 9 pm, 12 August! #PMModionDiscovery pic.twitter.com/vNKKtIFRwI
— BJP (@BJP4India) August 9, 2019
এরপর বেয়ার বর্শাটা ফিরিয়ে নিতে গেলে নরেন্দ্র মোদী বলেন, এটা আমি আপনার জন্য আমার কাছে রাখবো। জানিয়ে দি, হিন্দু সংস্কৃতিতে দুর্জন অসুরদের বধ করার শিক্ষা দেওয়া হয়েছে। কিন্তু পশু পাখিদের ভালোবাসার শিক্ষা দেওয়া হয়েছে। শুধু এই নয়, হিন্দু সংস্কৃতিতে একটা পোকা মাকড়কেও না মেরে তাদের নিয়ন্ত্রণে রাখার শিক্ষা দেওয়া হয়েছে। আর নরেন্দ্র মোদী Man vs. Wild এ গিয়ে সেই সংস্কৃতি, সেই শিক্ষার কথায় তুলে ধরেছেন পুরো বিশ্বের সামনে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2KHJKRy
Bengali News