পাকিস্তানের প্রধানমন্ত্রীর হিন্দু ফোবিয়া হয়ে পড়েছেন। একটানা টুইটে পিএম নরেন্দ্র মোদি বা বিজেপির জন্য “হিন্দু আধিপত্যবাদীর মতো শব্দের প্রয়োগ এই ব্যাপারটিকে প্রকাশ করে যে পাক প্রধানমন্ত্রী জম্মু কাশ্মীর মামলায় শুধু হিন্দু এঙ্গেল দেখতে পাচ্ছেন। ইমরান একটি পর একটি করে মোট চারটি টুইট করেন এবং ভারত সরকার, PM মোদী ও হিন্দুদের নিয়ে খারাপ মন্তব্য করেন। ইমরান খান লেখেন যেমন জার্মানিতে নাজী কব্জা করে নিয়েছিল, ঠিক তেমনি “ফাসিস্ট, রেসিস্ট ও হিন্দুত্ববাদী নেতৃত্ব ভারতে কব্জা করে নিয়েছে।
জম্মু কাশ্মীরকে ” ভারত অধিকৃত বা অনুমোদিত ” বলে উনি দাবি করেন যে সেখানে ৯০ লাখ লোকদের দুই সপ্তাহ ধরে নজরবন্ধি অবস্থায় রাখা হয়েছে। ইমরান লেখেন যে এখনো অব্দি সংযুক্ত রাষ্ট্রকে বিজ্ঞপ্তি করে নিয়ে নিজেদের প্রতিনিধিদের সেখানে পাঠিয়ে দেওয়া উচিত। ভারতের রাষ্ট্রপিতা ও প্রথম প্রধানমন্ত্রীর উল্লেখ করে ইমরান খান বলেন যে ” এই হিন্দু আধিপত্যবাদীদের” জন্য শুধু ভারতের অল্প সংখ্যকদের আর পাকিস্থানের বিপদ নয় বরং গান্ধী-নেহেরু দ্বারা যে ভারতের কাঠামো বানানো হয়েছিল, সেই কাঠামোর জন্য এরা বিপদের কারণ।
ইমরান খান লেখেন, গুগল সার্চ করে এটি জানা যেতে পারে যে রাষ্ট্রীয় স্বেচ্ছাসেবক সংঘ এবং নাজীর গণহত্যার মতাদর্শের মধ্যে কি মিল আছে? উনি দাবি করেন যে ৪০ লাখ ভারতীয় মুসলিম পলিশের হেফাজতে আছে এবং তাদের বিভিন্ন ক্যাম্পে রাখা হয়েছে। ইমরান অনুযায়ী এই মুসলিমদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে। যদিও তিনি তার এই মিথ্যে দাবিকে প্রমান করার জন্য প্রমান তথ্য দেয়নি।
And the threat also extends to Pakistan, the minorities in India & in fact the very fabric of Nehru & Gandhi's India. One can simply Google to understand the link between the Nazi ideology & ethnic cleansing & genocide ideology of the RSS-BJP Founding Fathers.
— Imran Khan (@ImranKhanPTI) August 18, 2019
ইমরান খান লেখেন, ” বিশ্বের সবাইকে এটি অবশ্যই দেখা উচিত। আরএসএস এর ‘গুণ্ডা’ খোলাখুলি ভাবে হিংসা করছে। জিনী এখন বোতল দিয়ে বাইরে এসে গেছে। যদি বিশ্ব সম্প্রদায় সময়ে থাকতে কোনো পদক্ষেপ না নেয় তবে গণহত্যা ও ঘৃনার এই তত্ত্ব ছড়াতেই থাকবে।” ভারতের পরমাণু শক্তি দ্বারা ভীত ইমরান বিশ্ব সম্প্রদায়ের কাছে আবেদন করেন যে ভারতের পরমাণু শক্তি “হিন্দু আধিপত্যবাদীদের” কব্জায় আছে, তাই এই বিষয় নজর দেওয়া হোক।
ইমরান খান এর আগেও আরএসএস ও হিন্দুত্ববাদীদের উপর আপত্তিকর মন্তব্য করেছেন। এর আগে ইমরান লিখেছিলেন, যে কাশ্মীরে কারফিউ লেগে আছে এবং জনগণের উপর ক্র্যাকডাউন করা হচ্ছে। আর্থিক খারাপ পরিস্থিতির সাথে মোকাবিলা করা ইসলামিক দেশের প্রধানমন্ত্রী লিখেছিল ভারত সরকার জম্মু কাশ্মীরের ভৌগোলিক পরিস্থিতিকে বলপূর্বক ভাবে বদলাতে চাইছেন। উনি জিজ্ঞাসা করেছিলেন ” বিশ্বের সবাই কি শুধু দেখতেই থাকবে আর সমর্থন করতে থাকবে, যেমন মিউনিখে হিটলারের কার্যকালে হয়েছিল?”
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2Hg0vCF
Bengali News