সংযুক্ত রাষ্ট্র এর প্রধান অ্যান্তোনিও গুতেরেস ভারত আর পাকিস্তানের মধ্যে ১৯৭২ সালে হওয়া সিমলা সমঝোতা মনে করিয়ে দেন, ওই সমঝোতায় তৃতীয় পক্ষের হস্তক্ষেপ না মঞ্জুর করা হয়েছিল। জম্মু কাশ্মীর থেকে বিশেষ রাজ্যের তকমা ছিনে নেওয়া ভারতের সিদ্ধান্তের পর পাকিস্তান অ্যান্তোনিও গুতেরেসকে ভারতের বিরুদ্ধে নালিশ জানিয়ে কড়া পদক্ষেপ নিতে বলেছিল। আর এরপর সংযুক্ত রাষ্ট্রের প্রধান অ্যান্তোনিও গুতেরেস এই বয়ান দেন।
অ্যান্তোনিও গুতেরেস এর মুখপাত্র স্টিফেন দুজারিক একটি প্রেস বার্তায় বলেন, মহাসচিব জম্মু কাশ্মীরের পরিস্থিতি নিয়ে নজর রাখছেন। আর উনি এই ইস্যু নিয়ে শান্তি এবং ধৈজ্য বজায় রাখার আবেদন করেছেন। মহাসচিব ভারত আর পাকিস্তানের মধ্যে ১৯৭২ সালে হওয়া দ্বিপাক্ষিক চুক্তিকে মনে করিয়ে দেন, ওই চুক্তিকে সিমলা সমঝোতা নামে জানা যায়। ওই চুক্তিতে বলা হয়েছিল যে, জম্মু কাশ্মীরের অন্তিম স্থিতিতে সংযুক্ত রাষ্ট্রের চার্টার অনুযায়ী শান্তিপূর্ণ ভাবে নির্ণয় নেওয়া হবে।
উনি সিমলা সমঝোতার কথা মনে করান, যেখানে ভারত আর পাকিস্তানের মধ্যে ঠিক হয়েছিল যে, এই ইস্যু নিয়ে কোন তৃতীয় পক্ষের প্রয়োজন পড়বে না। অ্যান্তোনিও গুতেরেস এর এই বয়ায়নের একদিন আগে পাকিস্তানের দূত মলিহা লোধি জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা হটানো নিয়ে ভারতের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছিলেন সংযুক্ত রাষ্ট্রে। রাষ্ট্রপুঞ্জের মহাসচিব কাশ্মীর ইস্যু নিয়ে দুই দেশের মাঝে আসবেন না বলে জানিয়ে দেন। আর এর কারণ হিসেবে উনি সিমলা সমঝোতার কথা মনে করিয়ে দেন।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2Kp8dw6
Bengali News