-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

অবুজমাড়ের জঙ্গলে পাঁচ নকশালিকে উড়িয়ে দিলো সেনা, এখনো চলছে লড়াই

- August 23, 2019

ছত্তিসগরের নারায়ণপুর জেলায় সেনা আর নকশালিদের মধ্যে সংঘর্ষ চলছে। সেনার এনকাউন্টারে পাঁচ নকশালি খতম হয়েছে। এই এনকাউন্টার নকশাল প্রভাবিত অবুজমাড় জঙ্গলে চলছে। পাওয়া তথ্য অনুযায়ী, সেনা আর নকশালিদের মধ্যে এখনো সংঘর্ষ চলছে। এই এনকাউন্টারে সেনার হাতে খতম হয়েছে পাঁচ নকশাল জঙ্গি। নকশালিদের ডিআরজিএর দুই জওয়ান আহত হয়েছে। এখনো দুই পক্ষের মধ্যে লড়াই চলছে।

পাওয়া তথ্য অনুযায়ী, পুলিশ ওই এলাকায় নকশালি লুকিয়ে থাকার গোপন খবর পেয়েছিল। এরপর তল্লাশি অভিযান চলার সময় নকশাল জঙ্গিরা জওয়ানদের উপর ফায়ারিং শুরু করে দেয়। জওয়ানেরা নকশাল জঙ্গিদের গুলির জবাবে পালটা হামলা চালায়। সেনার পালটা হানায় পাঁচ নকশাল জঙ্গি খতম হয়েছে।

বস্তারের আইজি বিবেকানন্দ সিনহা এই এনকাউন্টারের তথ্য দেন। উনি বলেন, ওরছা-গুমকরা জঙ্গলে সেনার জওয়ান আর নকশান জঙ্গিদের মধ্যে এনকাউন্টার শুরু হয়। আপাতত এখনো সেনা আর জঙ্গিদের মধ্যে ফায়ারিং চলছে। সেনার জওয়ানেরা গোটা এলাকা ধীরে তল্লাশি অভিযান চালাচ্ছে। সেনা এখনো জঙ্গলেই নকশাল জঙ্গিদের খোঁজ চালাচ্ছে, এই অভিযান শেষ হলে সম্পূর্ণ তথ্য পাওয়া যাবে বলে জানান তিনি।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2KUhrRs
Bengali News
 

Start typing and press Enter to search