জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি এখন ধীরে ধীরে স্বাভাবিক রূপ নিচ্ছে। উধমপুর ও সাম্বার পরে শুক্রবার জম্মুতে ১৪৪ ধারা তুলে নেওয়া হয়েছে। আগামীকাল থেকে জম্মুতে সমস্ত স্কুল-কলেজ ইত্যাদি শিক্ষা প্রতিষ্ঠান চালু হবে। অন্য দিকে কাশ্মীরেও ধীরে ধীরে জিনিসগুলি স্বাভাবিক হয়ে উঠছে। রাজ্যপাল সত্যপাল মালিক আজ কাশ্মীরের কয়েকটি এলাকা পরিদর্শন করেছেন এবং বলেন যে প্রদেশের পরিস্থিতি উন্নত হচ্ছে। উনি বলেন প্রদেশে পুরোপুরি শান্তিতে প্রতিষ্ঠা করা হবে।
জানিয়ে দি, ধারা 370 উঠে যাওয়ায় এবার অন্য রাজ্যের লোকজন জম্মু-কাশ্মীরে জমি কিনতে পারবে। অন্য রাজ্যের লোকজন চাইলে জম্মু-কাশ্মীরে গিয়ে ব্যাবসা, বাণিজ্য, চাকরি সবকিছুই করতে পারবে। মোদী সরকার J&K থেকে ধারা 370 তুলে দেওয়ায় এবার কাশ্মীরে জমি কেনা নিয়ে চর্চা চরমে পৌঁছে গেছে। সোশ্যাল মিডিয়ায় বহুজন কাশ্মীরে জমি কেনার ইচ্ছা প্রকাশ করেছেন। কেউ ডাল লেকের ধারে তো কেউ শ্রীনগরে তো কেউ আবার লে-লাদাখ এ জমি কেনার জন্য প্রয়াস শুরু করেছেন। অনেকে জমি কেনার ইচ্ছাকে বাস্তবায়ন করার জন্য মাঠেও নেমে পড়েছেন।
কামান্ডো ট্রেনার সিফুজিও কাশ্মীরে জমি কেনার ইচ্ছা প্রকাশ করেছেন। উনিও কাশ্মীরে জমি কিনে সেখানকার ছেলে মেয়েদের মদ্যে দেশভক্তি জাগ্রত করার কাজ করতে চান। বহু ব্যাবসায়ীরাও কাশ্মীরে এবার বাণিজ্য চালু করার উদেশ্য নিয়ে জমির সন্ধান শুরু করেছে। সরকার জম্মু-কাশ্মীরকে ভুস্বর্গ করার কাজ শুরু করেছে যা শীঘ্রই বাস্তবায়ন হবে বলে মনে করা যাচ্ছে। জম্মু ও কাশ্মীর থেকে আর্টিকেল 370 এবং অনুচ্ছেদ 35A অপসারণের পরে সেখানে ভাল দিন আসছে। কাশ্মীরের জন্য ভারত সরকারের এই সিদ্ধান্তের পরে এখন রাজ্যের চিত্র আলাদা হবে। কাশ্মীরে বিনিয়োগও এখন সম্ভব হবে এবং কাশ্মীরিরা সব দিক দিয়ে উপকৃত হবে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2yPlHL1
Bengali News