-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

বদলাতে পারে কাশ্মীরের ভবিষ্যত! 370/35A ইস্যুতে ৫-৬ই আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে বললেন রাজ্যপাল।

- August 04, 2019

শেষ পর্যন্ত সেই দিনটি এসেই গেল, ধারা 370 ও 35A, কে বিলুপ্ত করা ভারতীয় জনতা পার্টির ঘোষণা পত্রের অংশ। এখন শেষ পর্যন্ত জম্মু কাশ্মীরের রাজ্যপাল, মেহবুবা মুফতি ও অমর আব্দুল্লার উপর কটাক্ষ করেছেন। কয়েকদিন আগে গভর্নর যেটি বলছিলেন তা বলা তিনি বন্ধ করে দিয়েছেন। যখন ভারতীয় সেনার মুভমেন্ট হচ্ছিলো আর টুরিস্ট ও যাত্রীদের কাশ্মীর দিয়ে বার করা হচ্ছিল তখন গভর্নর বলছিল 35A ও 370 এর উপর কিছু হবে না। কিন্তু এখন গভর্নর তার সুর পুরোপুরি বদলে দিয়েছেন এবং মেহবুবা মুফতি ও অমর আব্দুল্লার ফিরকি নিয়েছেন। আজ J&K এর রাজ্যপাল বড়ো মন্তব্য করেছেন।

জম্মু কাশ্মীরের গভর্নর বলেছেন 35A এর সাথে কি হবে তা উনি বলতে পারবেন না, এর জন্য সোমবার ও মঙ্গলবারের প্রতীক্ষা সবাইকে করতে হবে। অর্থাৎ ৫-৬ আগস্ট অব্দি প্রতীক্ষা করতে হবে। অর্থাৎ নিজের সুর সম্পূর্ণভাবে বদলে নিয়েছেন রাজ্যপাল।  কাশ্মীরে বড়ো কিছু ঘটতে পারে এর সংকেত স্পষ্ট পাওয়া যাচ্ছে। জানিয়ে দি ৫ আগস্ট প্রধানমন্ত্রী নিজের সরকারি আবাসে সকাল ৯টা বেজে ৩০ মিনিটে ক্যাবিনেটের ক্রুসিয়াল বৈঠক ডেকেছেন, এর সাথে বিজেপির সব সাংসদকে সদনে থাকার জন্য হুইপ জারি করা হয়েছে।

বলা হচ্ছে আজ সন্ধ্যে অব্দি কাশ্মীরের ইলাকা থেকে সকল যাত্রীদের ও টুরিস্টদের বায়ুসেনার C-17 বিমানের সাহায্যে বার করে নেওয়া হবে এবং তারপর শুরু হবে পদক্ষেপ নেওয়া। রাজ্যপালও ইশারা করে দিয়েছে 35A এর বিষয় তিনি কিছু করতে পারবেন না ও তিনি কিছু জানেন না, আর সবাইকে ৫-৬ আগস্ট অব্দি প্রতীক্ষা করতে বলেছে।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2T4ndCv
Bengali News
 

Start typing and press Enter to search