বুধবার টেরর ফান্ডিং মামলায় গ্রেফতার কাশ্মীরের প্রথম মহিলা আলগাওবাদী নেত্রী আসিয়া আন্দ্রাবি-র বাড়ি সিজ করে NIA। অবৈধ কার্যকলাপ (প্রতিরোধ) আইনের বিধান অনুযায়ী, আসিয়া আন্দ্রাবি-র বাড়ি সিল করা হয়। নিষিদ্ধ জঙ্গি সংগঠন দুকতারান-ই-মিলাত এর প্রধান আসিয়া আন্দ্রাবি-র উপরে অভিযোগ উঠেছে যে, সে নিজের বাড়িতেই জঙ্গি কার্যকলাপ চালাত।
NIA এর তদন্তের পর আসিয়া আন্দ্রাবি শ্রীনগরের এই বাড়িকে ততদিন বিক্রি করতে পারবে না, যতদিন না এর সম্পূর্ণ তদন্ত হচ্ছে। যদিও NIA তাঁর পরিবারকে সেখানে থাকার অনুমতি দিয়েছে।
আপনাদের জানিয়ে রাখি, NIA গত মাসেই বলেছিল যে, জম্মু কাশ্মীরে টেরর ফান্ডিং মামলায় কট্টরপন্থী আলগাওবাদী নেতারা বিদেশ থেকে টাকা পায়। আর তাঁরা সেটার ব্যাবহার জঙ্গি কার্যকলাপ চালানো, সম্পত্তি কেনা, এবং নিজদের বাচ্চাদের বিদেশে পড়ানর উপর খরচ করে।
Srinagar: National Investigation Agency (NIA) attaches residence of Kashmiri separatist leader Asiya Andrabi as per provisions of the Unlawful Activities (Prevention) Act pic.twitter.com/CrwEOxyoRz
— ANI (@ANI) July 10, 2019
কিছুদিন আগা জঙ্গি সংগঠন দুকতারান-ই-মিলাত এর প্রধান আসিয়া আন্দ্রাবি স্বীকার করেছিল যে, সে পাকিস্তানি সেনার এক আধিকারিক এর মাধ্যমে লস্কর-এ-তইবা এর প্রধান হাফিজ সাঈদ এর সাথে যোগাযোগ করে এবং তাঁর খুব কাছের মানুষ হন। জঙ্গি হাফিজ সাঈদ আসিয়া আন্দ্রাবি কে বোন বলে ডাকত। আসিয়া আন্দ্রাবির সাথে সাথে আরও দুই আলগাওবাদী নেতার সাথে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে NIA।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/30tc4NI
Bengali News