-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

বিশ্বের সবথেকে ঝুঁকি ভরা রিয়েলিটি শো ‘Man Vs Wild”তে নতুন অবতারে দেখা যাবে নরেন্দ্র মোদীকে

- July 29, 2019

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুব তাড়াতাড়ি আপনি বিপদজনক জঙ্গলে দেখবেন। ওই ঝুঁকি ভরা জঙ্গলে আপনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (narendra modi) এমন ভাবে দেখবেন, যেটা আপনি কোনদিনও কল্পনা করেননি। আসলে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১২ই আগস্ট ডিসকভারি চ্যানেলে বিশ্বের সবথেকে ঝুঁকি ভরা রিয়েলিটি শো ‘Man Vs Wild” এ দেখবেন। ওই অনুষ্ঠানে বিশ্ব বিখ্যাত জঙ্গল প্রেমী বিয়ার গ্রিলস (Bear Grylls) এর সাথে ভারতের তথা বিশ্বের সবথেকে জনপ্রিয় নেতা নরেন্দ্র মোদীকে দেখতে পাবেন। ডিসকভারি চ্যানেল থেকে এই শো-এর প্রিমিয়ার চালু করা হয়েছে।

এই শো-এর শুটিং জিম করবেট ন্যাশানাল পার্কে হয়েছে। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জীব সংরক্ষণ নিয়ে বিয়ার গ্রিলস এর সাথে আলোচনা করবেন। এর আগে আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা কেও গভীর জঙ্গলে বিয়ার গ্রিলসের সাথে দেখা গেছিল। এই শো নিয়ে বিয়ার গ্রিলস ট্যুইট করে জানান, ১৮০ টি দেশের মানুষ খুব শীঘ্রই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক নতুন অবতার দেখতে পারবে।

Man Vs Wild এর এই অনুষ্ঠান আগামী ১২ই আগস্ট রাত ৯ টার সময় ডিসকভারি চ্যানেলে দেখা যাবে। এছাড়াও ডিসকভারি HD ওয়ার্ল্ড, অ্যানিম্যাল প্ল্যানেট, ডিসকভারি সাইন্স, অ্যানিম্যাল প্ল্যানেট HD ওয়ার্ল্ড, TLC, TLC HD ওয়ার্ল্ড, ডিসকভারি কিডস আর জি তামিলে দেখা যাবে। এই অনুষ্ঠান ১৮০ টি দেশে দেখা যাবে।

বেয়ার গ্রিলস নিজের শো Man Vs Wild আরও অনান্য বিখ্যাত মানুষের সাথেও করেছেন। ওনার সাথে জঙ্গলে টেনিস তারকা রজার ফেডেরার, হলিউড স্টার কেট উইলস ও ছিলেন। বিয়ার গ্রিলস একজন প্রাক্তন সৈনিক। উনি এর আগে স্পেশ্যাল ফোর্সের কম্যান্ডো ছিলেন। কর্নেল বিয়ার গ্রিলস রয়াল মেরিন কম্যান্ডোও ছিলেন। বিয়ার গ্রিলস ৮৫ টি বই লিখেছেন।

 



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2Zo1mby
Bengali News
 

Start typing and press Enter to search