-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

বাংলাদেশি গরু পাচারকারীর ছোড়া বোমায় গুরুতর আহত হয়ে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন BSF জওয়ান আনিসুর রহমান

- July 11, 2019


বরাবরই গরু পাচার নিয়ে শিরোনামে উঠে এসেছে ভারত – বাংলাদেশ সীমান্ত। এর আগে বহুবার গরু পাচার করতে গিয়ে সীমান্ত রক্ষীর গুলিতে প্রাণ হারিয়েছে পাচারকারীরা। নানারকম কৌশলে, নানারকম উপায় বার করে এদেশ থেকে ওদেশে গরু পাচার চলে আসছে দেশ স্বাধীনের পর থেকেই। আর এই অবৈধ পাচার রুখতে সবসময় তৎপর থাকে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স।

এবারও এমন কিছু কাণ্ড ঘটলো বনগাঁ-র ভারত – বাংলা সীমান্তে। তবে এবার গরু পাচারকারীদের হাতে আক্রন্ত এক বিএসএফ জওয়ান। হাসপাতালে ভর্তি হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তিনি। বাংলাদেশ থেকে ভারতে গরু পাচারের চেষ্টা চালাচ্ছিল অবৈধ পাচারকারীরা। বিএসএফ-এর জওয়ানেরা তাঁদের বাধা দিতে গেলেই, তাঁদের উপর আক্রমণ চালায় বাংলাদেশের দুষ্কৃতীরা।

বাংলাদেশি পাচারকারীদের ছোরা বোমার আঘাতে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন, বিএসএফের ৬৪ নম্বর ব্যাটেলিয়নের আনিসুর রহমান নামের এক জওয়ান। আহত অবস্থায় প্রথমে ওনাকে বনগাঁ-র একটি সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থা আরও আশঙ্কাজনক হলে, ওনাকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। উনি এখন চিকিৎসাধীন এবং মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

পুলিশ সুত্র অনুযায়ী, এই ঘটনা ঘটেছে বৃহস্পতিবার ভোর সাড়ে তিনটে নাগাদ আংরাইল সীমান্তে। বিএসএফ এর সুত্র থেকে জানা যায় যে, এদিন সকালে বাংলাদেশের গোটা ২৫ জন গরু পাচারকারী আংরাইল সীমান্তে কিছুটা এলাকায় কাঁটাতার না থাকার সুযোগ নিয়ে ভারতে ১০ থেকে ১৫ টি গরু পাচারের চেষ্টা চালায়।

বিএসএফ এর নজরে ঘটনাটি আসতেই, পাচার রুখতে তৎপর হয় সীমান্ত রক্ষীরা। তাঁদের প্রথমে সাবধান করলেও, তাঁরা পাচার না রুখে উলটে বিএসএফ দের সাথে বচসা শুরু করে দেয়। এরপর আচমকাই তাঁরা বিএসএফ এর জওয়ানদের উপর দেশি বোমা ছোরা শুরু করে। বাংলাদেশের দুষ্কৃতীদের ছোরা বোমায় আহত হন জওয়ান আনিসুর রহমান। এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। দুষ্কৃতীদের হাতে দেশি বোমা ছাড়াও লাঠি এবং ধারালো অস্ত্র ছিল বলে জানা যায়।

 



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2XFk953
Bengali News
 

Start typing and press Enter to search