রাহুল গান্ধী (Rahul Gandhi) কংগ্রেসের সভাপতি থাকবেন কিনা এ নিয়ে দীর্ঘ বেশ সময় ধরে বির্তক শুরু হয়েছে। বেশ কয়েকবার দাবি করা হয়েছিল যে রাহুল গান্ধী সভাপতি পদ থেকে ইস্তফা দেবেন। অবশ্য তার পরমুহূর্তেই কংগ্রেস পার্টি জানিয়েছিল যে রাহুল গান্ধী আজীবন কংগ্রেসের সভাপতি পদে থাকবে। তবে এখন একটা বড় খবর সামনে আসছে যা রাজনৈতিক জগৎকে পুরো কাঁপিয়ে দিয়েছে। আসলে রাহুল গান্ধী একটা টুইট করে বলেছেন যে উনি আর সভাপতি নন। অর্থাৎ উনি সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন।
It is an honour for me to serve the Congress Party, whose values and ideals have served as the lifeblood of our beautiful nation.
I owe the country and my organisation a debt of tremendous gratitude and love.
Jai Hind
pic.twitter.com/WWGYt5YG4V
— Rahul Gandhi (@RahulGandhi) July 3, 2019
জানিয়ে দি, রাহুল গান্ধী কংগ্রেসের সভাপতি থাকবেন কিনা তা নিয়ে বহুদিন ধরে বিতর্ক চলছে। রাহুল গান্ধী একদিকে ইস্তফা দিতে চাইতেন তো অন্য দিকে কংগ্রেসের বড়ো নেতারা রাহুলকে বোঝানোর জন্য ছুঁটে আসতেন। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ বহুবার রাহুল গান্ধীকে বোঝানোর জন্য ছুঁটে এসেছেন। কিন্তু শেষমেষ আজ রাহুল গান্ধী টুইট করে সকলকে চমক দিয়ে দিয়েছেন।
Rahul Gandhi: As president of the Congress party, I'm responsible for the loss of the 2019 elections, accountability is critical for the future growth of our party. It is for this reason that I have resigned as Congress president. pic.twitter.com/igokkZpMLs
— ANI (@ANI) July 3, 2019
ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে। অনেকের দাবি রাহুল গান্ধীর পদত্যাগ বিজেপির জন্য খুব দুঃখের খবর। কারণ এর ফলে বিজেপিকে তুলনামূলক শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর সাথে লড়াই করতে হতে পারে। রাহুল গান্ধী টুইট করে বলেছেন ২০১৯ নির্বাচনে হারের জন্য আমি দায়ী তাই আমি পার্টিই গ্রোথের কথা ভেবে সভাপতি পদ থেকে ইস্তফা দিচ্ছি। তবে রাহুল গান্ধীর ইস্তফাকে স্বীকার করে নিয়ে কংগ্রেস নতুন সভাপতির খোঁজ করে নাকি আবার রাহুলকে মানানোর জন্য যান সেটাই দেখার।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2FM55Ys
Bengali News