পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর হঠাৎ উচ্চ বর্ণদের কথা মনে পড়ে গেলো। অবশেষে তিনি রাজ্যের আর্থিক দিক থেকে অক্ষম উচ্চ বর্ণের মানুষদের ১০ শতাংশ সংরক্ষণ দেওয়ার কথা ঘোষণা করলেন। আপানদের জানিয়ে রাখি, লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংবিধান-এ সংশোধন করে দেশের আর্থিক দিক থেকে কমজোর উচ্চ বর্ণের মানুষদের দশ শতাংশ সংরক্ষণ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরোধিতা করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী রাজ্যের আর্থিক দিক থেকে অক্ষম উচ্চ বর্ণের মানুষদের সংরক্ষণ না দেওয়ার কথা ঘোষণা করেছিলেন।
মমতা ব্যানার্জীর সিদ্ধান্ত বদলের পর রাজনৈতিক মহলে এখন গুঞ্জন হল যে, লোকসভা নির্বাচন ২০১৯ এর হারের পর আগামী বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে উনি এই সিদ্ধান্ত নিয়েছে। লোকসভা নির্বাচনের আগে আর্থিক দিক থেকে অক্ষম থাকা উচ্চ বর্ণের মানুষদের সংরক্ষণে না জানানো মমতা ব্যানার্জী, এবার নরেন্দ্র মোদী এবং বিজেপির চাপে অবশেষে এই সংরক্ষণ লাগু করার কথা জানিয়েই দিলেন। তবে উনি এই সিদ্ধান্ত নিজেই নিলেন, না স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরের কথা শুনে করলেন, সেটা বলা মুশকিল।
এখন রাজনৈতিক মহলে এটাই চর্চা যে, মমতা ব্যানার্জী মুসলিম তোষণ করতে করতে এরাজ্যে অনেক জমি খুইয়েছেন। তাই সেই জমি ফেরত পেতে, এবার সংখ্যালঘু কার্ডের সাথে সাথে উচ্চ বর্ণ কার্ডও খেলছেন তিনি। ওনার কেন্দ্রীয় সরকারের প্রকল্প রাজ্যে লাগু করার মানে হল, রাজ্যের উচ্চ বর্ণদের খুশি করে কিছুটা ড্যামেজ কন্ট্রোল করা।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2O7b9BE
Bengali News