এক সময় ছিল যখন ভারতের ক্ষত্রিয় সমাজ, সংস্কৃতি ও ধর্মের জন্য বলিদান দিয়ে দেশের রক্ষা করতো। ধর্ম ও সংস্কৃতির প্রতি ভারতীয়রা এতটাই নিষ্ঠাবান ছিল যে মন্দিরে হাত দেওয়া তো দূর ভারত দেশকে লুটে নেওয়ার ষড়যন্ত্র পর্যন্ত করতে ভয় পেত। তবে সময়ের সাথে ভারতীয়রা নিজেদের সংস্কৃতি ও ধর্মের প্রতি নিষ্ঠা হারিয়ে ফেলায় দুর্বল ও গোলামী সর্য্য করা জাতিতে পরিণত হয়। মুঘল অনুপ্রবেশের পর, হিন্দু রাজার দেশের নানা প্রান্তে মুঘল ও পর্তুগালদের তাড়িয়ে ভারতের সংস্কৃতির পুনরুত্থান করার কাজ শুরু করে। কিন্তু কিছু সময় পরে আবার ভারতবর্ষ এ ইংরেজদের শাসন শুরু হয়। বহু বলিদানের পর ইংরেজদের হাত থেকে দেশ মুক্ত হলেও ইংরাজি সংস্কৃতিকে ছুঁড়ে ফেলে ভারতীয় সংস্কৃতির উত্থান এখনও করতে পারেনি ভারতীয় সমাজ। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে নিজেদের গোড়া মজুবত করতে পারেনি হিন্দু সমাজ, উল্টে কালো ইংরেজদের (ভারতীয় লোভী নেতা) রক্ষা কর্তা মনে করে বসে থাকে। এই কারণে হিন্দুরা এখন অবহেলিত জাতিতে পরিণত হয়েছে।
এই কারনে হিন্দুবহুল দেশ হওয়া সত্ত্বেও রাজধানী ভারতে মন্দিরে কট্টরপন্থীরা হামলা করে। রাজধানী ছাড়াও দেশের অন্য প্রান্তেও মন্দিরে হামলা সামান্য ঘটনা মনে করা হয়। হিন্দু মন্দির ভাঙার আঁচ এখন বিদেশেও পৌঁছে গেছে। প্রাপ্ত খবর অনুযায়ী, ব্রিটেনের বার্মিংহামে এক মন্দির ভাঙচুর করা হয়েছে। বিগত এক মাসে এই নিয়ে ৩ বার মন্দিরে ভাঙচুর করার খবর সামনে এসেছে। মন্দির ভাঙার ঘটনা CCTV ক্যামেরার মধ্যে ধরা পড়েছে কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নিতে পারেনি।
খবর অনুযায়ী, মন্দিরে ঢুকে দুষ্কৃতীরা হকি স্টিক বা ব্যাট নিয়ে উৎপাত করেছিল। ব্যাট দিয়ে আঘাত করে মন্দিরের মূর্তি ভাঙা হয়েছে। সেখানের স্থানীয় হিন্দু সমাজ ঘটনার উপর আক্রোশ প্রকাশ করেছে এবং প্রশাসনের কাছে দাবি তুলেছে সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য। এইচএফবি এর সভাপতি তৃপ্তি প্যাটেল ঘটনার উপর তদন্ত করার জন্য একটা কমিটি তৈরি করার প্রস্তাব রেখেছেন। একটা সুরক্ষা সম্মেলনের আয়োজন করা হয়েছে যেখনের পূজা স্থলকে হামলার হাত থেকে বাঁচানোর জন্ম প্রয়াস করা হবে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2jFK9uv
Bengali News