শিবসেনা (Shiv Sena) নিজের মুখ্য পত্রিকা ‘সামনা’ তে কাশ্মীরের নেতা ফারুক আব্দুল্লা এবং মেহবুবা মুফতীকে আক্রমন করেছে। শিবসেনা তাদের পত্রিকায় লিখেছে, কাশ্মীরে ব্যাবসা শিল্প বাড়াতে হলে আইন বদলাতে হবে এবং তার জন্য ধারা ৩৭০ বিলুপ্ত করতে হবে। দেশের সংসদ দ্বারা লাগু করা আইন জম্মু-কাশ্মীরে চলে না। এটি আমাদের সংসদের অপমান। সংসদ হলো সর্বোচ্চ। দেশের প্রতিটি ইঞ্চি ভূমিতে সংসদের অধিকার আছে কিন্তু জম্মু-কাশ্মীর ও লাদাখ বাদে! এই তামাশা আটকাতে হলে ধারা-৩৭০ কে সরাতে হবে এবং স্বরাষ্ট্রমন্ত্রীও সেরম সংকেত দিয়েছে। পত্রিকায় আরো লেখা হয়েছে, কাশ্মীরে ফারুক আব্দুল্লার মতো নেতা দেশের উপর বোঝ হয়ে দাঁড়িয়েছে।
আব্দুল্লার মতো নেতা না শুধু কাশ্মীর থেকে ধারা ৩৭০ সরানোর বিরোধ করে বরং এরম হওয়ার পর কাশ্মীরকে আলাদা করে দেওয়ার হুমকিও দেয়। ফারুক আব্দুল্লা বলেছেন যে যদি ধারা ৩৭০ অস্থায়ী হয় তবে কাশ্মীর ও ভারতের যোগসূত্রও অস্থায়ী ধরুন। এর দ্বিতীয় অর্থ হলো যদি ৩৭০ সরানোর হয় তবে ভালো হবে না! মেহবুবা মুফতি ব্যাপারে লেখা হয়েছে, ” মেহবুবা মুফতির মনে তহিন্দুস্তানের প্রতি আক্রোশ স্ফুটন হতেই থাকে। এই মহিলা বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় নিজেই যা কিছু বুদ্ধি লাগায় তাতে এটি প্রমাণিত হয় যায়। মেহবুবা মুফতির মনে হয় যে ভারতের টিম গেরুয়া রঙের জার্সি পড়েছিল তার কারণে তারা ইংল্যান্ডের কাছে হেরে গেছে, এরকম জঘন্য বিবৃতি এই মহিলা দিয়েছেন। এই মহিলা দুঃখ প্রকাশ করেছে যে ভারত হেরে যাওয়ার কারণে পাকিস্তানের টিম বিশ্বকাপ থেকে বাইরে হয়ে গেছে।
শিবসেনা, মেহবুবা কে পত্রিকায় জিজ্ঞাসা করেছে, ” ভারত টিমের গেরুয়া রঙকে ছাড়ুন, পাকিস্তানের টিম তো সবুজ জার্সি পরে ময়দানে খেলেছে , তবে তাদের কেন হারের সম্মুখীন হতে হলো?” সামনাতে লিখেছে যে মেহবুবার মতো নেতা কাশ্মীরি জনতার শত্রু। কাশ্মীরের আসল বিপদ পাকিস্তান নয় বরং এই নেতারা হলো কাশ্মীরের আসল বিপদ। পাকিস্তানি সাপের ফোনা কে মোদি পিসে দিয়েছে এবার পালা হলো বিচ্ছুদের দংশনকে ভেঙে দেওয়ার।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2XsoBEg
Bengali News