কর্ণাটকের বিজেপি সভাপতি বি.এস ইয়েদুরাপ্পা জোট সরকারের ভাঙনের কথা ব্যাক্ত করে বলেন, বিজেপি রাষ্ট্রীয় নেতৃত্বের সাথে করা বলার পরেই সিদ্ধান্ত নেবে। কর্ণাটকের রাজ্যপাল রাজ্যের মুখ্যমন্ত্রী কুমারস্বামীকে শুক্রবার দুপুর দেড়টার মধ্যে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করার আল্টিমেটাম দিয়েছেন। ইয়েদুরাপ্পা বলেন, ‘শুক্রবার কংগ্রেস-জেডিএস সরকারের কুশাসনের অন্ত হবে। মুখ্যমন্ত্রী নিজের বিদায়ি ভাষণ দেবেন। আমরা ওই ভাষণ মনোযোগ দিয়ে শুনব।”
ইয়েদুরাপ্পা বলেন, ‘বিধানসভায় শুক্রবার কি হয় সেটা দেখে, আমরা রাষ্ট্রীয় নেত্রত্ব এবং অমিত শাহ-র সাথে এই বিষয়ে আলোচনা করে আমাদের আগামী পদক্ষেপ নির্ধারিত করব।” উনি বলেন, শুক্রবার কর্ণাটকে বিজেপির জন্য আচ্ছে দিন আসবে। উনি বলেন, ‘আমি বিশ্বাস করি আর ভগবানের ইচ্ছেয় আজ সবকিছু ভালই হবে।” বিরোধী দলের নেতা ইয়েদুরাপ্পা অবিশ্বাস প্রস্তাবে দেরি করার বিরধিতায় বিজেপি বিধায়কদের সাথে সারা রাত বিধানসভায় নিশিযাপন করেছেন।
আজ কর্ণাটক বিধানসভায় মুখ্যমন্ত্রী এইচ.ডি কুমারস্বামী বিধানসভায় অবিশ্বাস প্রস্তাবে চর্চা করার সময় বলেন, ১৪ মাস পর আমরা শেষ দফায় এসে পৌঁছেছি। জেডিএস-কংগেস সরকার ক্ষমতায় আসার অর থেকেই সেটিকে ভাঙার চেষ্টা করা হচ্ছে। কুমারস্বামী বলেন, আমি কারোর সামনে হাত জোড় করব না, কিন্তু আমি ভাগবানের কাছে জিজ্ঞাসা করতে চাই, এরকম পরিস্থিতিতে আমাকে মুখ্যমন্ত্রী কেন বানানো হল? কুমারস্বামী বলেন, আমি ক্ষমতার কোন অপ-ব্যাবহার করিনি। কুমারস্বামী বিজেপিকে উদ্দেশ্য করে বলেন, আপনারাও সরকার গড়তে পারেন। আমি হেরে গেছি। আমি ক্ষমতার অপ-ব্যাবহার করব না।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2Ygn4Ra
Bengali News