প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) প্রভাব বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে । শুধু দেশ নয় বিদেশেও ভারতের প্রধানমন্ত্রীর নামের গুনগান হচ্ছে। পরিস্থিতি এখন এমন জায়গায় এসে গেছে যে বিদেশে হওয়া নির্বাচনে নরেন্দ্র মোদী চর্চার বিষয় হয়ে গেছেন। ইজরায়ালের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মোদীর সাহায্যে নিজের দেশের ভোটারদের লোভানোর চেষ্টা করছেন। ইজরায়েলে ভারতের সঙ্গে সহানুভূতি রাখা ভোটারদের ভালো পরিমানে সংখ্যা আছে। তাদের নিজের পক্ষে করার জন্য নেতানিয়াহু মোদীরভরসায় রয়েছেন।
বলা হচ্ছে, নেতানিয়াহু এর মোদির সাথে যে সব ছবি আছে যেটিকে ইজরায়ালে জমিয়ে প্রচার করা হচ্ছে, যাতে এই বিষয়ে সংকেত দেওয়া যেতে পারে যে দুই নেতার সম্পর্ক মধুর আছে এবং ভারত ইজরায়ালের সত্যিকারের বন্ধু । নেতানিয়াহু এটিকে নিজের উপলব্ধি হিসাবে প্রচারিত করতে চান। তিনি সেপ্টেম্বরে ভারত আসার পরিকল্পনাও করছেন। যদিও সূত্র অনুযায়ী ভারত ওনার কাছে আগস্টের শেষ সপ্তাহে আসার অনুরোধ করেছে কিন্তু নেতানিয়াহু এটিকে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে নিয়ে যেতে চান। ইজরায়ালে ১৭ই সেপ্টেম্বরে নির্বাচন আছে। তাই তার ঠিক আগে মোদীর সাথে সাক্ষাৎ তার পক্ষকে শক্তিশালী করতে পারে।
ইজরায়ালের প্রধান সমাচার পত্র হরিত্যাজে কলম লেখা ওসসি বেরটর একটি লেখার মাধ্যমে এই বিষয়টি প্রকাশ করেছে। ইজরায়ালে এই বছর মার্চে নির্বাচন হয়েছিল । তাতে নেতানিয়াহু এই লিকুড পার্টি সবচেয়ে অধিক সিট প্রাপ্ত করে কিন্তু তিনি বহুমত সংগ্ৰহ অক্ষম থেকে যান। তাই আরেকবার নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হয়। নির্বাচনের দিন যত কাছে আসছে ইজরায়ালে মোদির নামের গুঞ্জন বাড়ছে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2JnMpAt
Bengali News