-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

সেনার স্টাইলে কাজ করলো যোগী আদিত্যনাথের পুলিশ! এনকাউন্টার করে মারা হলো দুই কুখ্যাত অপরাধীকে।

- July 13, 2019


দেশজুড়ে রাজ্য গুলিতে কট্টরপন্থীদের উৎপাত চরমে পৌঁছে গেছে। কিন্তু ভোট ব্যাঙ্কের খাতিরে রাজ্য সরকার ও প্রশাসন সমহু তোষণ নীতিতে মন দিয়েছে। এমনকি কেন্দ্রের মোদী সরকারের উপরেও তোষণ রাজনীতি করার অভিযোগ উঠেছে। তবে উত্তরপ্রদেশে, কট্টরপন্থীদের উপর কোনো দয়া মায়া বা তোষণ করতে রাজি নয় যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) সরকার। আগে জনগণের সুরক্ষা পরে রাজনীতি এই নীতি নিয়ে কাজ করছে যোগী সরকার। সম্প্রতি যে মেরঠ থেকে হিন্দু পলায়নের ঘটনা সামনে আসছিল সেখানে আবার কানুনের রাজ প্রতিষ্ঠা করে দেওয়া হয়েছে।

মাত্র কিছু সময় আগে উন্মাদী কট্টরপন্থীরা নিজেদের সিকান্দর মনে করে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছিল। দুর্দান্ত কুখ্যাত অপরাধীদের জন্য হিন্দুদের পলায়ন করতে বাধ্য করছিল। কিন্তু এখন যোগী প্রশাসন আবার একশন শুরু করে দিয়েছে এবং দুষ্ট শক্তির দমনে নেমে পড়েছে। মাত্র দুদিন আগে যোগী প্রশাসন দাঙ্গাবাজ বদর আলীর উপর কড়া পদক্ষেপ নিয়ে বুল ডোজার নামিয়ে তার অবৈধ নির্মাণ ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল। আর এখন  UP থেকে একটা বড়ো খবর সামনে আসছে।
উত্তরপ্রদেশের পুলিশ ভারতীয় সেনার স্টাইলে অপরাধী সাফাইতে নেমেছে। উত্তরপ্রদেশের কুখ্যাত অপরাধী ও লুটেরা শাকিল ও তার এক সাথীকে UP পুলিশ এনকাউন্টার করে উড়িয়ে দিয়েছে।

শাকিল ও ভুরা নামের দুই কুখ্যাত উপদ্রবীকে উত্তরপ্রদেশের পুলিশ এনকাউন্টার করে শেষ করে দিয়েছে। বহুজনের টাকা লুট অবৈধ কারবার চালাতো এই কট্টরপন্থী। সম্প্রতি এক ব্যক্তির ১০ লক্ষ টাকা লুট করে পলায়ন করেছিল এই দুজন। মেরঠ পুলিশ এদের খোঁজ পেয়ে ধরার চেষ্টা করতে এলে পুলিশের উপর গুলি ছুঁড়ে এই দুই অপরাধী। এরপর UP পুলিশের এনকাউন্টার স্পেশালিস্ট টিম মাঠে নেমে উড়িয়ে শেষ করে দুই অপরাধীকে। উত্তরপ্রদেশের ব্যাবসায়ী বর্গ এই ঘটনার উপর খুশি ব্যাক্ত করেছে এবং পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2GcgVeu
Bengali News
 

Start typing and press Enter to search