যদি ভারতের কোনো স্কুল বলে পড়া শুরু করার আগে ভাগবত গীতা বা সরস্বতী মন্ত্র পাঠ করা হবে তাহলে দেশের বুদ্ধিজীবীরা সক্রিয় হয়ে বিরোধ করতে শুরু করে দেবে। দেশের ধর্মনিরপেক্ষতা তখন সংকটে পড়ে যাবে। হিন্দুত্বকে জোর করে চাপানো হচ্ছে বলে অভিযোগ তোলা হবে। ভাগবত গীতা বা সরস্বতী মন্ত্রী পাঠ ভারতেরই সঙ্গস্কৃতি তা সত্ত্বেও বুদ্ধিজীবী,সেকুলাররা মিলে এর বিরোধ করবে। তবে সম্পতি একটা কলেজ চরম নিন্দাজনক সিদ্ধান্ত নিয়েছে যার উপর সমস্থ টিভি চ্যানেল, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ নিশ্চুপ রয়েছে।
কেরলের একটা কলেজ ফরমান জারি করেছে যে, কোনো কিছু শুরু করার আগে অবশ্যই কোরান পাঠ করতে হবে। ওই কলেজে ইসলাম ছাড়াও অন্য ধর্মের ছেলে মেয়েরা পরে তাদের জন্যেও কোরান পড়া অনিবার্য। শুধু এই নয় অন্য যে কোনো ধর্মগ্রন্থ এর উপর ব্যান জারি করা হয়েছে। খবর খুবই চাঞ্চল্যকর, কিন্তু সকলে এই ইস্যুতে নিশ্চুপ হয়ে রয়েছে। এই কর্মকান্ড কেরলের আজিজিয়া মেডিক্যাল কলেজে করা হয়েছে।
This institution in kerala has instructed tat all functions shd be started with reciting Quran.Imagine if an institute issues notice 2 recite from the Bhagwad Gita,they feel scared about their faith being in danger.But when they do i,it is 2 strengthen democracy and secularism pic.twitter.com/A7J3SMm06i
— Chowkidar Shehnaz KAUR (@ShehnazKAUR3) June 7, 2019
এটা একটা বড় হাসপাতাল হিসেবেও পরিষেবা প্রদান করে। নোটিস বেশকিছুদিন আগেই কলেজের পক্ষ থেকে বের করা হয়েছে। কিন্তু দেশের মেইন স্ট্রিম মিডিয়া খবরটিকে গোপন করেছে। নোটিসে সাফ বলা হয়েছে, অন্য গ্রন্থ ব্যান অর্থাৎ অন্য ধর্মগ্রন্থ ব্যান, অন্য কোনো ধর্মের প্রার্থনা কলেজে করা যাবে না। কিন্তু কলেজে কোনো কাজ শুরু করার আগে কোরান পাঠ সকলের জন্য বাধ্যতামূলক। আপনি হিন্দু হন, খ্রিস্টান হন বা শিখ হন আপনাকে অবশ্যই কোরান পড়তে হবে। নোটিস জারি অনেকদিন হয়ে গেছে কিন্তু এখনো সকলে নিশ্চুপ।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2R0dSKL
Bengali News