ভারত আমেরিকাকে পরিস্কার জানিয়ে দিয়েছে যে, ভারত অন্য দেশের সাথে তাঁদের সম্পর্ক বজায় রাখার জন্য দেশের স্বার্থ দেখেই কাজ করবে। এতে আমেরিকার নিষেধাজ্ঞা স্বত্বেও রাশিয়ার সাথে সামরিক চুক্তিও করতে পিছপা হবেনা ভারত। ভারত কিছুদিন আগেই রাশিয়ার সাথে বিধ্বংসী S 400 মিসাইলের চুক্তি করেছিল। বুধবার এই কথা ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর আমেরিকার বিদেশ মন্ত্রী মাইক পোম্পিয়ো কে দীর্ঘ চলা দ্বিপাক্ষিক বৈঠকে জানিয়ে দেন।
সংবাদ মাধ্যমের সাথে দুই দেশের প্রতিনিধির একটি সংযুক্ত বার্তায় মাইক পম্পিয়ো জানান, ভারত আমেরিকার এক গুরুত্বপূর্ণ সহযোগী। আর আমেরিকার সাথে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক এক নতুন দিশার দিকে এগোচ্ছে।
আমেরিকা তাঁদের বিরোধীদের উপরে লাগু করা আইন ইউএস কাউন্টারিং আমেরিকাস অ্যাডভাইসরিস থ্রু সেকশন অ্যাক্ট (CAATSA) এর অন্তর্গত রাশিয়ার উপরে লাগু করা নিষেধাজ্ঞা আর ভারতের মস্কো থেকে এস ৪০০ মিসাইল কেনার প্রশ্নের জবাবে ভারতীয় বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ভারতের অনেক দেশের সাথেই সুসম্পর্ক আছে। জয়শঙ্কর এটাও বলেন, ‘আমাদের অনেক দেশের সাথেই সম্পর্ক আছে। সেটারও একটা ইতিহাস আছে। আমরা সেটাই করব, যেটা আমদের দেশের স্বার্থে ভালো হবে।”
ভারতীয় বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এটাও বলেন যে, ভারত আর আমেরিকার রণনৈতিক সম্পর্ক গভীর এবং প্রচুর পরিমাণে আদান – প্রদানের উপর নির্ভরশীল। এস জয়শঙ্কর এটাও বলেন যে, সন্ত্রাসবাদ, দুই দেশের আর্থিক বৃদ্ধি, ইরানের মতো আন্তর্জাতিক ইস্যু, আফগানিস্তান এবং ভারত মহাসাগর এলাকা নিয়েও চর্চা হয়। সন্ত্রাসবাদ ইস্যু নিয়ে এস জয়শঙ্কর বলেন, ট্রাম্প প্রশাসনের এই ইস্যু নিয়ে ভারতের উপর চরম সহযোগিতার জন্য আমরা ধন্যবাদ জানাই।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2YgnLqv
Bengali News