উত্তরপ্রদেশের লক্ষ্মীমপুর এলাকা হটাৎ উত্তপ্ত হয়ে ওঠেছিল। উত্তপ্ত হওয়ার কারণ এই যে, দেশের পূর্ব প্রধানমন্ত্রী ইন্দ্রিরা গান্ধীকে বোরখা পরিয়ে দেওয়া হয়েছিল। খবর যেইমাত্র কংগ্রেস সমর্থকদের কাছে পৌঁছায় তারা বড় সংখ্যায় এসে হাজির হয় এবং হাঙ্গামা করতে শুরু করে। এরপর খবর স্থানীয় পুলিশকে দেওয়া হলে, তারা এসে ইন্দ্রিরা গান্ধীর মূর্তির উপর থেকে বোরখা সরিয়ে দেয়। পুলিশ এসে উত্তপ্ত কংগ্রেসিদের শান্ত করে এবং তাদের আশ্বস্ত করে যে দোষীদের উপর তদন্ত করা হবে।
খবর অনুযায়ী, সোমবার সকালে লোকজন যখন ইন্দ্রিরা পার্কে ঘুরতে যাচ্ছিল সেই সময় তারা ইন্দ্রিরা গান্ধীর মুর্তির উপর কালো কাপড় বাঁধা লক্ষ করে। সামনে গিয়ে দেখে যে মূর্তিকে কেউ বোরখা পরিয়ে দিয়েছে। এরপর খবর আগুনের মতো ছড়িয়ে পড়ে। যারপর কংগ্রেসিরা হাজির হয়ে সরকারের বিরুদ্ধে শ্লোগানবাজি করতে শুরু করে। এরপর পুলিশ বিক্ষোপকারীদের আশ্বাস দেয় তদন্ত করার।
কগ্রেস সমর্থকরা বলেন, এমন এক প্রধানমন্ত্রী যিনি দেশের জন্য প্রাণ দিয়েছনে তাকে বিজেপির গুন্ডারা এইভাবে অপমান করছে। উত্তরপ্রদেশের কংগ্রেস স্পোক পারসন বলেন, বিজেপি জেতার পরেই দেশে হিংসা শুরু করে দিয়েছে। বিজেপি আত্ম অহংকারে পরিপূর্ণ হয়ে আমাদের নেতা নেত্রীদের সাথে এমন খারাপ আচরণ করছে। উনি বলেন, আমরা এই ঘটনার জন্য সঠিক তদন্তের দাবি জানায়। কালো কাপড় পরিয়ে দেশের পূর্ব প্রধানমন্ত্রীকে অপমান করছে বিজেপি, এমনই অভিযোগ তোলে কংগ্রেসের সমর্থমরা।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2WjE1p0
Bengali News