গোটা বিশ্বে আরও একবার সর্ব শক্তিশালী ব্যাক্তি হিসেবে উঠে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। ব্রিটিশ হেরাল্ডের একটি সমীক্ষায়, পাঠকেরা ২০১৯ এ বিশ্বের সবথেকে শক্তিশালী মানুষ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বেছে নিলেন। এই সমীক্ষায় বিশ্বের আরও তাবড় তাবড় নেতাদের নামও ছিল। যেমন, ভ্লাদিমির পুতিন, ডোনাল্ড ট্রাম্প, জিনপিং ইত্যাদি ইত্যাদি। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবাইকে পিছনে ফেলে এক নম্বর স্থান দখল করে নিলেন। ব্রিটিশ হেরাল্ডের এই সমীক্ষায়, বিশ্বের ২৫ টির ও বেশি শক্তিশালী নেতা তথা মানুষদের নাম ছিল।
BRITISH HERALD Magazine has evaluated Shri @narendramodi ji as world's most powerful person.
As Indians, Be Proud of This Great Achievement. pic.twitter.com/YogAn0ge96— Atif Rasheed (@AtifBjp) June 20, 2019
পৃথিবীর সবথেকে শক্তিশালী মানুষের নির্বাচনের জন্য ব্রিটিশ হেরাল্ড শুধুমাত্র প্রতিটি নির্বাচনী বিঁধি পালনই করেনি, তাঁরা তাঁদের পাঠকদের ভোট দেওয়ার জন্য তাঁদের মোবাইলে ওয়ান টাইম পাসওয়ার্ডও পাঠিয়েছিল। আর এর প্রধান কারণ এটাই ছিল যে, কোন ব্যাক্তি যেন একটার বেশি ভোট না দিতে পারে। ভোটিং এর সময় সাইট ক্রাশ হয়ে গেছিল, কারণ একসাথে অনেক মানুষ ভোট দেওয়ার জন্য সাইট ভিসিট করেছিলেন।
ব্রিটিশ হেরাল্ডের পাঠকেরা সবথেকে বেশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ৩০.০৯ শতাংস ভোট দিয়েছেন। এই নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওনার প্রতিদ্বন্দ্বী নেতা পুতিন, ডোনাল্ড ট্রাম্প আর জিনপিং কে অনেক পিছনে ফেলে দিয়েছিলেন। এই ভোটে পুতিন ২৯.৯ শতাংশ ভোট পেয়েছেন। ডোনাল্ড ট্রাম্প ২১.৯ শতাংস, আর চীনের রাষ্ট্রপতি জিনপিং ১৮.১ শতাংশ ভোট পেয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি ব্রিটিশ হেরাল্ড ম্যাগাজিনের কভার ছবিতে জুলাইয়ের এডিশনে ছাপা হবে। এই এডিশন আগামী ১৫ই জুলাই মুক্তি পাবে।
প্রসঙ্গত, ২০১৯ এর লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অভূতপূর্ব সাফলতার পর গোটা বিশ্বে ওনার সন্মান অনেক বেড়ে গেছে। পুলওয়ামা হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে বালাকোটে এয়ার স্ট্রাইক করিয়েছিলেন। সেটার প্রশংসা গোটা দুনিয়ায় হয়েছে, আর এর জন্য ওনাকে বিশ্বের সবথেকে শক্তিশালী ব্যাক্তি রুপে তুলে এনেছে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2FlHVYQ
Bengali News