-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

দেশের জন্য বলিদান হয়েছিলেন কর্পোরেল নিরালা! সাথী গরুড় কমান্ডোরা টাকা জোগাড় করে দিল বোনের বিয়ে।

- June 14, 2019


দেশের সবথেকে বড় হিরো দেশের সৈনিকরা যারা নিজের প্রাণের বাজি রেখে ভারত দেশকে রক্ষা করে। কিন্তু এই সৈনিকদের পরিবারকে যখন আর্থিক সংকটের মধ্যে পড়তে হয় তখন সেটা দেশের জন্য খুবই লজ্জাজনক। দেড়-বছর আগে পাঁচ জন জিহাদিকে শেষ করে গরুড় কমান্ড ও কর্পোরাল জ্যোতি প্রকাশ নিরালা নিজের প্রাণ দেশের জন্য উৎসর্গ করে দিয়েছিলেন। ওই সময় উনি অশোক চক্র পেয়েছিলেন এবং দেশে সর্বদা ওনার বলিদানের সম্মান থাকবে, কিন্তু ওনার পরিবারের জন্য সম্প্রতি আর্থিক সমস্যা এসে দাঁড়িয়ে ছিল। আজকে খবর আসছে যে নিজেদের সাথী সৈনিকের দায়িত্ব পুরো করার জন্য সেনার জওয়ানরা হাজির হয়েছিলেন এবং কর্পোরাল নিরালার বোনের বিয়ে নিজেদের চাঁদার টাকা দিয়ে করিয়েছে।

জন্ম বিহার, বলিদান কাশ্মীরে:
বিহারের রোহতাসে জন্ম কর্পোরাল নিরালার বীরগতি প্রাপ্ত হয়েছেন কাশ্মীরে। জাকির-উর-রহমান লাখভির ভাইপো সমেত ছয় লশকারের আতঙ্কবাদীকে মেরে ফেলে দেওয়া বাদিপোরায় হওয়া অপেরেশনে  ৩১ বছর বয়সি কমান্ডারের সাহসিকতা ও বীরত্ব দেশের মাথা গর্বে উঁচু করে দিয়েছে। উনি অশোক চক্র পেয়েছিলেন। আর আজ যখন উনার বোনের বিয়ে দেওয়ার জন্য পরিবারে আর্থিক সংকট তৈরি হয় তখন গরুড় কমান্ডো ফোর্স এর বাকি সাথীরা এসে পরিবারকে সাহায্য করে।

সোশ্যাল মিডিয়াতে আরপিজি গ্রূপের চেয়ার ম্যান হর্ষবর্ধন গোয়ানকা টুইট করে বলেছেন কমান্ড নিরালা বোনের বিয়ের জন্য গরুড় কমান্ড ইউনিট নিজেদের মধ্যে চাঁদা তুলে ৫ লাখ টাকা জোগাড় করেছিলেন। গরুড় কমান্ডোরা সকলে মিলে চাঁদা তুলে দেশের জন্য বলিদান হওয়া কর্পোরেল নিরালার বোনের বিয়ে দেন। শুধু এই নয় বিয়ের সব নিয়ম-নীতি পূরণ করার জন্য কমান্ডাররা বিয়েতে উপস্থিত ছিলেন। ওনারা বিয়ের একটি নিয়মের সময় কমান্ড ইউনিটের সৈনিকদের হাতের উপর দিয়ে চলা নিরালার বোনের ছবিও পোস্ট করেন। এই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে এবং ছবি অনেকের মন কেড়ে নিয়েছে।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2WKk7n8
Bengali News
 

Start typing and press Enter to search