একদিনেই পঞ্চায়েত দখল বিজেপির। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর (Mamata Banerjee) ঔদ্ধত্যপূর্ণ মন্ত্যবের পর একসাথে ১২ জন পঞ্চায়েত সদস্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন। ব্যারাকপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত পানপুর কেউটিয়া গ্রাম পঞ্চায়েতের ১২ জন সদস্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর রাতারাতি গ্রাম পঞ্চায়েত চলে গেলো বিজেপির হাতে। গতকাল কাঁচরাপাড়ার সফরে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সেখানে একটি সভা করেন তিনি। ওই সভা থেকে মমতা ব্যানার্জী বলেন, ‘যারা অন্য জায়গায় যেতে চান, সাতদিনের মধ্যে চলে যান ।” মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরেই বড়সড় ভাঙন ধরে তৃণমূলে।
এই প্রসঙ্গে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপির সাংসদ অর্জুন সিংহ বলেন, ‘ ব্যারাকপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত পানপুর কেউটিয়া গ্রাম পঞ্চায়েতের ১২ জন সদস্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। এরফলে ওই গ্রাম পঞ্চায়েত এখন বিজেপির দখলে।”
এর আগেও অর্জুন সিং এর নেতৃত্বে একটি পুরসভা আর একটি পঞ্চায়েত দখল করেছিল বিজেপি। আর নতুন করে আরেকটি পঞ্চায়েত হাতছাড়া হওয়া বেশ ভাবাচ্ছে শাসক দলকে। আরেকদকে রাজ্যের বেহাল স্বাস্থ ব্যাবস্থা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে আক্রমণ করেন বিজেপি সাংসদ অর্জুন সিং।
অর্জুন সিং বলেন, ‘ মমতা ব্যানার্জী পুলিশ মন্ত্রী, রাজ্যের পুলিশ প্রশাসন ফেল। মমতা ব্যানার্জী স্বাস্থমন্ত্রী, রাজ্যের স্বাস্থ ব্যাবস্থা ফেল। ডাক্তারেরা নিরপত্তার অভাবে ভুগছে, রাজ্যের শয়ে শয়ে ডাক্তার পদত্যাগ করছেন। চারিদিকে ডাক্তারদের হরতাল।” অর্জুন সিং আরও বলেন, ‘মমতা ব্যানার্জী রাজ্যের মুখ্যমন্ত্রী, গোটা রাজ্যটাই ফেল! এবার উনি পদত্যাগ করলে রাজ্যটা বেঁচে যায়।”
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2WIpnYk
Bengali News