৫ বছর আগে চীনে মুসলিম সংখ্যা ছিল ৩ কোটি কিন্তু এখন এই সংখ্যা কত তা স্পষ্ট নয়। এখন চীন মুসলিমদের বন্দি বানিয়ে তাদের উপর অত্যাচার করে। বিগত বছর থেকে চীন বহু মুসলিমকে বন্দি করে তাদেরকে ইসলাম ত্যাগ করতে বা ইসলামিক চিন্তাধারা ত্যাগ করতে বাধ্য করছে। ইসলামে যে বিষয়গুলো হারাম বলা হয় সেই সমস্ত বিষয়গুলিকে জোর করে পালন করানো হয় বন্দক মুসলিমদের।বিদেশী এজেন্সিগুলির মতে চীন প্রায় ১০ লক্ষ থেকে ৩০ লক্ষ মুসলিমকে বন্দি করে রেখেছে। চীন মুসলিমদের ইসলাম ত্যাগ করার জন্য অত্যাচার করে তথা মুসলিমদের চীনিকরণ করে। একজন মুসলিম ইসলাম ত্যাগ করলে তখন তার স্থানে অন্য মুসলিমকে বন্দি বানিয়ে নিয়ে আসা হয়।
চীনের মিডিয়া, ভারতের মিডিয়ায় মতো স্বাধীন নয়। চীনের মিডিয়া কি বলবে, কি বলবে না সবই চীনের সরকার ঠিক করে। তাই বিদেশী মিডিয়া সংস্থাকে চীনের ভেতরের খবর বাইরে আনতে অনেক পরিশ্রম করতে হয়। সম্প্রতি চীন থেকে একটা ভিডিও সামনে এসেছে।ব্রিটিশ মিডিয়া সংস্থা BBC এর মাধ্যমে এই ভিডিও সামনে এসেছে। ভিডিও প্রকাশ করে BBC বলেছে যে চীনে কি কি হচ্ছে। চীন মুসলিম পুরুষ ও মুসলিম মহিলাদের মারধর করে ডান্স করায়।
चीन के वो गुप्त 'क़ैदखाने' जहां बंद हैं लाखों मुसलमान. बीबीसी की टीम यहां तक पहुंची pic.twitter.com/DrpYiskfIc
— BBC News Hindi (@BBCHindi) June 19, 2019
এছাড়াও যে সকল বিষয় ইসলামে হারাম সব কিছু জোরপূর্বক করানো হয়। বন্দিদের বলা হয় যে কেউ দেখা করতে এলে হেসে হেসে কথা বলবে নাহলে আরো অত্যাচার করা হবে। মুসলিম পুরুষদের দাঁড়ি কেটে দেওয়া হয় এবং মুসলিম মহিলাদের মডার্ন পোষাক জোর করে পরিধান করানো হয়। এই বিষয়ে চীনের উপর প্রশ্ন তুললে তারা জানায় যে, তারা জনগণের মধ্যে চীনি রাষ্ট্রবাদ প্রবেশ করাচ্ছে। অবশ্য চীনের সমালোচনা করার সাহস কোনো ইসলামিক দেশের হয় না। এমনকি কট্টর ইসলামিক দেশ ও চীনের বন্ধু পাকিস্তানও এই ইস্যুতে সাইলেন্ট হয়ে থাকে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2N4q1Qy
Bengali News