এমারজেন্সির ৪৪ তম বছর আজ। আর আজকের দিনেই রাষ্ট্রপতির ধন্যবাদ জ্ঞাপনে লোকসভায় বক্তব্য পেশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকের প্রধানমন্ত্রীর ভাষণ শুধুমাত্র সংযোগ ছিল, না একটি পরিকপ্লনা মাফিক পদক্ষেপ সেটা বলা মুশকিল। কিন্তু আজকের এই সুযোগ হাতছাড়া করেন নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
একদিকে তিনি যেমন নিজের সরকারের এজেন্ডা বুঝিয়েছেন, তেমনই উনি কংগ্রেসকে তাঁদের অতীত মনে করিয়ে দিয়েছেন। ৪৪ বছর আগে আজকের দিনে যখন দেশে এমারজেন্সি জারি হয়েছিল, তখন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী যুবক ছিলেন। আর সেই সময় তিনি দেশে এমারজেন্সির বিরোধিতা করেছিলেন। তখন সঙ্ঘের স্বয়ংসেবক হিসেবে ওনার অবদান অবিস্মরণীয় ছিল। এখন উনি প্রধানমন্ত্রী হয়ে সংসদে বসে এমারজেন্সির সময়ে দেশের মানুষের উপর অত্যাচারের কাহিনি তুলে কংগ্রেস এবং নেহেরু, গান্ধী পরিবারকে চরম আক্রমণ করেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই নেতা না যে, আপনার বংশ আর পরিবার দেখে আপনার উপরে আক্রমণ করবে। উনি গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীনও নেহেরু – গান্ধী পরিবারকে আক্রমণ করতে একবারও ভাবতেন না। কেন্দ্রে যখন কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকার ছিল, তখনও নরেন্দ্র মোদী তাঁর ৫৬ ইঞ্চি ছাতির জোরে, গান্ধী পরিবারের চোখে চোখ রেখে তাঁদের তাঁদের বিরোধিতা করে যেতেন।
আজ উনি স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী, ইতিহাসে লাগাতার দ্বিতীয়বার রেকর্ড করে দেশের ক্ষমতায় এসেছেন। আর এই জন্য এখন তিনি নেহেরু আর গান্ধী পরিবারকে তাঁদের কৃতকর্ম মনে করিয়ে দিতে উনি একবারও পিছপা হবেন না।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতা নিজের হাতে নেওয়ার ১৫ দিনের মধ্যে দেশের জনগণ, গরিব আর কৃষকদের জন্য কাজ করা শুরু করে দিয়েছেন। উনি এই প্রসঙ্গে কথা তো বলেইছেন, আরেকদিকে রাহুল গান্ধীকে আক্রমণ করতেও পিছপা হননি। উনি বলেন, লাগাতার ছয় মাস নির্বাচনী প্রচার করার পরেও কোন রকম বিশ্রাম না করে দেশের কাজে লেগে পড়েছেন তিনি। তখন তিনি রাহুল গান্ধীকে আক্রমণ করে বলেন, লোকসভা নির্বাচনে বিপর্যস্ত হওয়া পরেও, আত্ম মন্থনের জন্য বিদেশ যাত্রায় চলে যান, আর সেখানে গিয়ে ছুটি কাটিয়ে আসেন রাহুল গান্ধী।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2RynKMb
Bengali News