আপনি india Rag এর পুরানো পাঠক হয়ে থাকলে অবশ্যই সঞ্জিভ ভাট্টকে (Sanjiv Bhatt) চিনবেন। হিন্দু বিরোধী, সেনা বিরোধী কার্যকলাপের জন্য সঞ্জিভ ভাট্ট বেশ কুখ্যাত। প্রায় সময় সোশ্যাল মিডিয়া দেশের সেনা ও হিন্দুদের বিরুদ্ধে বিষ উগরে দিত এই আইপিএস সঞ্জিভ ভাট্ট। ভারতের পুলিশ সেবার কলঙ্ক সঞ্জিভ ভাট্টকে বৃহস্পতিবার দিন যাবৎজীবন কারাদণ্ডের সাজা শোনানো হয়েছে। ২৯ বছর পর ন্যায় হয়েছে এবং সঞ্জিভ ভাট্টকে সাজা শোনানো হয়েছে। পুলিশে থাকাকালীন সঞ্জিভ ভাট্ট এক মামলায় বেশ কয়েকজনকে গ্রেফতার করেছিল এবং এর মধ্যে একজনকে অত্যাচার করে মেরে ফেলেছিল। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ২৯ বছর পর ন্যায় হয়েছে এবং সঞ্জিভ ভাট্ট এর উপর সাজা ঘোষণা করা হয়েছে।
অবশ্য সঞ্জিভ ভাট্ট আগে থেকেই এক মামলার জন্য জেলে ছিল। এক ব্যক্তিকে মিথ্যা ড্রাগের মামলায় ফাঁসানোর চেষ্টা করেছিল সঞ্জিভ ভাট্ট, সেই মামলায় এতদিন জেলে ছিল। আর এখন এক পুরানো মামলায় সঞ্জিভ ভাট্ট এর যাবৎজীবন কারাদণ্ড ঘোষণা করা হয়েছে। সঞ্জিভ ভাট্ট IPS ছিল এবং গুজরাটের জামনগরে নিযুক্ত ছিল। সেই সময় এক মামলায় সে প্রভু দাস নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল। কিন্তু আদালতে পেশ করার পর প্রভু দাস ছাড়া পায়। কিন্তু কিছুদিন পর প্রভু দাস মারা যান।
পরে জানা যায় যে, সঞ্জিভ ভাট্ট প্রভু দাসকে গ্রেফতারের পর নির্মম অত্যাচার করেছিল। এই কারণেই প্রভু দাস মারা গেছে। এই মামলাতে জামনগর আদালত সঞ্জিভ ভাট্টকে যাবৎজীবন কারাবাসের সাজা শুনিয়েছে। সঞ্জিভ ভাট্ট একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবেও পরিচিত এবং কংগ্রেস পার্টির খুবই ঘনিষ্ঠ। ইনার স্ত্রী শ্বেতা ভাট্ট কংগ্রেস পার্টির হয়ে নির্বাচনে দাঁড়িয়েও ছিলেন। সঞ্জিভ ভাট্ট সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয় ছিল এবং সেখানে তার টার্গেট ছিল হিন্দু, ভারত, সেনা। সর্বক্ষণ হিন্দুদের বিরুদ্ধে, সেনার বিরুদ্ধে বিষ উগরে দিত সঞ্জিভ ভাট্ট। ভগবান শ্রী রাম, মা সীতা, হনুমানজিকে নিয়ে অসভ্য কথা বলা সঞ্জিভ ভাট্ট এই রোজের কাজ ছিল।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2Iyuxmd
Bengali News