২০০৫-এ মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের জন্ম ভূমি অযোধ্যায় আতঙ্কবাদী হামলা করা ৫ জন ইসলামিক আতঙ্কবাদীদের আদালত আজীবন কারাদণ্ডের সাজা দিয়েছে। এই অপরাধীদের মধ্যে সাহারানপুরের কসবা তিতরোর নিবাসী ডাক্তার ইফরান খানও উপস্থিত আছেন। ইরফান অযোধ্যাতে বিস্ফোরন ঘটানোকারী সন্ত্রাসবাদীদের পুরোপুরি সাহায্য করে। সেই ইরফান যাকে এলাকার লোকেরা ডাক্তার বাবু বলতেন কিন্তু সে আসলে ডাক্তারের রূপে লুকিয়ে থাকা বেঈমান ছি। যে নিজের দেশের বিরুদ্ধে গিয়ে ইসলামিক আতঙ্কবাদীদের সাহায্য করছিলো।
জানিয়ে দি, অযোধ্যাতে ৫ জুলাই ২০০৫ এর সকাল রামললা প্রাঙ্গনের বেরিকেডিং এ আতঙ্কবাদীরা বিস্ফোরণ করেছিল। বিস্ফোরণ করা ৫ জন আতঙ্কবাদীদের সুরক্ষাকর্মীরা গুলি মারে। মেরে দেওয়া আতঙ্কবাদীদের কাছ থেকে পাওয়া মোবাইল ফোনের সিম যাচাই করে দেখার পর, পরিকল্পনাকারী আর সন্ত্রাসীদের অনুপস্থিত এবং বাহন উপলব্ধি করা ৫ জন লোকেদের নাম সামনে এসেছে। এরমধ্যে তিতরো নিবাসী ডাক্তার ইরফানের নামও ছিল, যার কারণে সঙ্গে সঙ্গে পুলিশ টিম ডাক্তার ইরফানকে গ্রেপ্তার করে নিয়েছিল।
পরে জানা যায় যে অপরাধী ইরফান ও অন্য অপরাধীরা সন্ত্রাসীদের পুরোপুরি সাহায্য করেছিল। শুধু তাই নয় ডাক্তার ইরফান, অপরাধীদের নিয়ে সাহারানপুর জেলায়ও ঘুরেছিল ও দেওবন্দেও নিয়ে গেছিলো। এছাড়া ডাক্তার ইরফানের মোবাইল ফোন থেকে সন্ত্রাসবাদীদের সঙ্গে হওয়া কথাবার্তার সীডীআর কেসের বিবেচনায় গুরুত্বপূর্ণ ভিত্তি হয়েছিল কারণ সেই সময় এটিও বলা হয়েছিল যে ইরফান ও সন্ত্রাসীদের মধ্যে অনেক কথাবার্তা হয়েছিল। আর এখন আদালত ডাক্তার ইরফানকে সাজা দিয়েছে এবং ইরফানের আসল স্বরূপ সকলের কাছে প্রকাশিত হয়েছে। ডাক্তারি করার আড়ালে কিভাবে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাতো ইরফান তা এখন স্পষ্ট।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2ZO7iu5
Bengali News