ফের বড়সড় ভাঙন ধরতে চলেছে শাসক দল তৃণমূলে। শুক্রবার দিন কাঁচরাপাড়া থেকে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী দলের নেতা নেত্রীদের উদ্দেশ্য করে বলেছিলেন যে, ‘যারা যারা অন্য দলে চলে যেতে চান, তাঁরা যেন এক সপ্তাহের মধ্যেই চলে যান।” মমতা ব্যানার্জীর এই মন্তব্যের পরে ব্যারাকপুরের ১ নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত পানপুর কেউটিয়া গ্রাম পঞ্চায়েতের ১২ জন সদস্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। ১২ জন পঞ্চায়েত সদস্য বিজেপিতে যোগ দেওয়ার পর ওই পঞ্চায়েত বিজেপির দখলে চলে আসে।
আরেকদিকে শনিবার কাঁচরাপাড়ায় মুখ্যমন্ত্রীর সভার পালটা সভা করেন বিজেপি নেতা মুকুল রায়। শনিবারের মুকুল রায়ের সভায় নদীয়ার হরিণঘাটা পুরসভার তৃণমূল কাউন্সিলরেরা বিজেপিতে যোগ দেন। শুক্রবার একটি পঞ্চায়েত হাতছাড়া হওয়ার পর শনিবার হরিণঘাটা পুরসভাও হাতছাড়া হয় তৃণমূলের।
এরপর বিজেপি সুত্রের খবর অনুযায়ী, এবার কৃষ্ণনগর পুরসভাও দখল নিতে চলেছে গেরুয়া শিবির। ইতিমধ্যে কৃষ্ণনগর পুরসভার আট জন কাউন্সিলর বিজেপি নেতা মুকুল রায়ের সাথে যোগাযোগ রাখছেন বলে খবর। ২৪ আসন বিশিষ্ট পুরসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে ১৩ জন কাউন্সিলরের প্রয়োজন। তৃণমূল ছেড়ে বিজেপিতে ৮ জন কাউন্সিলর যোগ দিলে বিজেপির আরও ৫ জন কাউন্সিলরের দরকার।
কেউটিয়া গ্রাম পঞ্চায়েত ও হরিণঘাটা পুরসভা তৃণমূলের হাত থেকে যাওয়ার পর এবার তৃণমূলের আরেক বিধায়ক যোগ দিতে চলেছেন বিজেপিতে। সুত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, নোয়াপাড়ার তৃণমূল বিধায়ক তথা গরুলিয়া পুরসভার পুরপ্রধান সুনীল সিং ১২ জন কাউন্সিলর নিয়ে বিজেপিতে যোগ দিতে চলেছেন। শুক্রবার সুনীল সিং কাঁচরাপাড়ায় মুখ্যমন্ত্রীর সভাতে উপস্থিত ছিলেন।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2XPpF13
Bengali News