রাজ্যের আরেকটি পুরসভা হাতছাড়া হল শাসক দল তৃণমূল কংগ্রেসের। এর আগে ভাটপাড়া পুরসভা দখল নিয়েছিল বিজেপি। এক সপ্তাহ যেতে না যেতেই এবার দার্জিলিং পুরসভাও দখল নিলো বিজেপি। রাজ্যে লোকসভা ভোটের পর প্রতিদিনই তৃণমূল কংগ্রেসে ভাঙন দেখা দিচ্ছে। আর সেই ভাঙন রোখার জন্য নানা রকম পরিকল্পনা করলেও বারবার ব্যার্থ হচ্ছে মমতা ব্রিগেড।
২০২১ এর বিধানসভা নির্বাচনের আগে পুরোভোটকে পাখির চোখ করে রেখেছে বিজেপি। যেই করেই হোক এবার পুরোভোটে তৃণমূলের কোমর ভাঙতে উদ্যোগী গেরুয়া শিবির। আর পুরোভোটের আগে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শাসক দলের ভাঙনে চরম আতঙ্কিত ঘাসফুল শিবির।
दार्जिलिंग नगरपालिका के 17 पार्षदों ने भारतीय जनता पार्टी के केंद्रीय कार्यालय, नई दिल्ली में भाजपा की सदस्यता ग्रहण की है। आज से दार्जिलिंग नगर पालिका में भाजपा का बहुमत है: श्री @MukulR_Official pic.twitter.com/Dtkzehtnj2
— BJP (@BJP4India) June 8, 2019
গতকালই আমরা জানিয়েছিলাম যে, দার্জিলিংপুরোসভা দখল করতে চলেছে বিজেপি। এমনকি দার্জিলিং পুরোসভার বেশ কয়েকজন কাউন্সিলর যোগাযোগ রাখছেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ রাজু বিস্তের সাথে। আজ সেই খবরে শিলমোহর পড়ল। ৩২ টি আসন বিশিষ্ট দার্জিলিং পুরোসভার ১৭ জন কাউন্সলির আজ দিল্লীতে গিয়ে বিজেপিতে যোগ দেন। বঙ্গ বিজেপির পর্যবেক্ষক তথা বিজেপির মহাসচিব কৈলাস বিজয়বর্গীয় তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন।
১৭ জন কাউন্সলিরের বিজেপিতে যোগদানের পরেই মমতা ব্যানার্জীর উদ্দেশ্যে হুঙ্কার ছাড়েন কৈলাস বিজয়বর্গীয়। তিনি বলেন, দার্জিলিং পুরসভার সাথে সাথে আগামী দিনে উত্তর বঙ্গের বেশ কিছু পুরসভা দখল নিতে চলেছে বিজেপি। এর আগে কৈলাস বিজয়বর্গীয় বলেছিলেন, মমতা ব্যানার্জীর সরকার ছয় মাস ও টিকবে না। দলের বহু নেতা, মন্ত্রী, বিধায়ক যোগাযোগ রাখছেন বিজেপির সাথে। বিজেপি সুত্রের খবর অনুযায়ী, খুব শীঘ্রই তৃণমূলের ছয় বিধায়ক যোগ দিতে চলেছেন বিজেপিতে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/31bJRMG
Bengali News