গতকাল নদীয়ার হরিণঘাটা পুরসভা তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নিয়েছিলো বিজেপি। ওই পুরসভার সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলরেরা বিজেপিতে যোগ দিয়ে তৃণমূলের মাথায় হাত ফেলে দিয়েছিলো। এবার হরিণঘাটার পর আরেকটি পুরসভা দখলের পথে গেরুয়া শিবির। প্রাপ্ত খবর অনুযায়ী, ২৪ টি আসন বিশিষ্ট নদীয়ার কৃষ্ণনগর পুরসভার আট জন কাউন্সিলর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার জন্য মুখিয়ে আছেন।
ইতিমধ্যে কৃষ্ণনগর পুরসভার আট জন কাউন্সিলর বিজেপি নেতা মুকুল রায়ের সাথে যোগাযোগ রাখছেন বলে খবর। ২৪ আসন বিশিষ্ট পুরসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে ১৩ জন কাউন্সিলরের প্রয়োজন। তৃণমূল ছেড়ে বিজেপিতে ৮ জন কাউন্সিলর যোগ দিলে বিজেপির আরও ৫ জন কাউন্সিলরের দরকার।
বিজেপি সুত্রের খবর অনুযায়ী, রানাঘাট লোকসভার বিজেপি সাংসদ জগন্নাথ সরকার ইতিমধ্যে ৫ জন তৃণমূল কাউন্সিলরের সাথে বৈঠক করে ফেলেছেন। তাঁরাও অতি স্বত্বর বিজেপিতে যোগদান করতে ইচ্ছুক। গত শুক্রবার কাঁচরাপাড়ায় একটি জনসভা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সেই জনসভা থেকে কার্যত হুমকির সূরে তৃণমূলের নেতা, নেত্রীদের তিনি বলেছিলেন, ‘যারা দল ছেড়ে অন্যত্র যেতে চাও, চলে যাও।” মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরেই ব্যারাকপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত পানপুর কেউটিয়া গ্রাম পঞ্চায়েতের ১২ জন সদস্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন।
১২ জন পঞ্চায়েত সদস্য বিজেপিতে যোগ দেওয়ার পর ওই পঞ্চায়েত হাতছাড়া হয় শাসক দল তৃণমূলের। আবার গতকাল কাঁচরাপাড়ায় মুকুলের পালটা সভাতে হরিণঘাটা পুরসভার সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলর বিজেপিতে যোগ দেওয়ার পর, ওই পুরসভাও হাতছাড়া হয় তৃণমূলের। পরপর দুদিন একটি পঞ্চায়েত আর একটি পুরসভা হাতছাড়া হওয়ার পর আরেকটি পুরসভা তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নিতে চলেছে বিজেপি।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2RhWvoQ
Bengali News