পেট্রোল আর ডিজেলের দাম নিয়ে দেশের মানুষ ফের স্বস্তির নিঃশ্বাস ফেলল। শনিবার পেট্রোলের দাম ২২-২৪ পয়সা আর ডিজেলের দাম ২৫-২৭ পয়সা কমেছে। বিগত ১০ দিনে এই নিয়ে ৯ বার পেট্রোল আর ডিজেলের দাম কমলো। আর এর সাথে সাথেই ডিজেলের দাম বিগত পাঁচ মাসের মধ্যে সর্বনিম্ন স্তরে পৌঁছাল। এর আগে দেশের রাজধানী দিল্লীতে ১৬ জানুয়ারি ডিজেলের দাম ৬৪.৫৯ টাকা প্রতি লিটার বিক্রি হয়েছে। আরেকদিকে পেট্রোলের কথা বলল ১৬ ফেব্রুয়ারি ৭০.৬০ টাকা প্রতি লিটার ছিল।
ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইট অনুযায়ী, দিল্লীতে পেট্রোলের নতুন দাম ৭০.৭২ টাকা। আর ডিজেলের দাম ৬৪.৬৫ টাকা হয়েছে। একই ভাবে কলকাতা, মুম্বাই আর চেন্নাইতে পেট্রোলের দাম – ৭২.৯৭ টাকা, ৭৬.৪১ টাকা আর ৭৩.৪৭ টাকা হয়েছে। আরেকদিকে ডিজেলের দাম কলকাতায় ৬৬.৫৭ টাকা প্রতি লিটার। মুম্বাইতে ৬৭.৭৯ টাকা প্রতি লিটার আর চেন্নাইতে ৬৮.৩৯ টাকা প্রতি লিটার দামে বিকোচ্ছে।
বিগত ১০ দিনে এই নিয়ে ৯ বার পেট্রোল আর ডিজেলের দাম কমলো। এই ৯ দিনে ডিজেলের দাম ২.০৮ টাকা আর পেট্রোলের দাম ৯৯ পয়সা কমেছে। আপনাদের জানিয়ে রাখি, বৃহস্পতিবার দিল্লীতে পেট্রোলের দাম ১৩ পয়সা কমেছিল, আর ডিজেলের দাম ৩২ পয়সা কমেছিল। আরেকদিকে আন্তর্জাতিক বাজারে কাঁচা তেলের দাম সামান্য বৃদ্ধি পেয়েছে। আর এর ফলে আগামী দিন গুলোতে পেট্রোল আর ডিজেলের দাম নাও কমতে পারে বলেই আশঙ্কা।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2ZjQ5IN
Bengali News