ফের উত্তপ্ত হল ভাটপাড়া। শনিবার আবারও বিজেপি আর তৃণমূল কর্মীদের মধ্যে খণ্ডযুদ্ধ বাধে ভাটপাড়ায়। উত্তর ২৪ পরগণা জেলার ভাটপাড়ায় বিজেপির সাংসদ আলুওয়ালিয়ার নেতৃত্বে বিজেপির প্রতিনিধি মণ্ডল আজ এলাকা পরিদর্শনে যান। ওনারা ফিরে যেতেই ফের উত্তপ্ত হয় ভাটপাড়া। আজ ভাটপাড়ায় বিজেপির প্রতিনিধি মণ্ডলের মধ্যে ছিলেন উত্তর প্রদেশের সাংসদ তথা মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার সতপাল সিং এবং ঝাড়খন্ডের সাংসদ তথা সেখানকার প্রাক্তন ডিজি বিডি রাম। সঙ্গে ছিলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। ওনারা এলাকা ছাড়তেই ফের পুলিশকে ঘিরে শুরু হয় বিক্ষোভ।
পুলিশের সামনে সবাই ‘বাংলার পুলিশ হায়, হায়” আর মমতা ব্যানার্জী মুর্দাবাদ এবং হায়, হায় এর স্লোগান দিতে থাকে। মানুষের বিক্ষোভ দেখে তাঁদের ছত্রভঙ্গ করার জন্য লাঠি চার্জ করে পুলিশ। পুলিশের লাঠির আঘাতে মাথা ফেটে যায় এক বিজেপি কর্মীর।
বিজেপির প্রতিনিধি দল ভাটপাড়া পৌঁছানর পর সুরিন্দর সিং আলুওয়ালিয়াহ বলেন, ‘১৭ বছরের একটি বাচ্চা দোকানে কেনা কাটি করছিল। সেখানেই তাঁকে গুলি করে মারা হয়। পুলিশ তাঁর মাথায় খুব কাছ থেকে গুলি করে। আরেক দোকানদারকেও গুলি মারা হয়, ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আরেকজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ গুণ্ডাদের ডাণ্ডা দিয়ে মারে, আর নিরীহদের উপর গুলি চালায়।”
উনি আরও বলেন, পুলিশই তাঁদের গুলি করেছে। পুলিশ প্রেস কনফারেন্স করে জানিয়েছে যে, তাঁরা হাওয়ায় ফায়ারিং করেছিল। কিন্তু ওরা যদি হাওয়াতেই গুলি চালায়, তাহলে মানুষের শরীরে সেই গুলি ঢোকে কি করে?
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2ZFhkgS
Bengali News