অন্ধ্র প্রদেশ বিধানসভা নির্বাচন ২০১৯ এবং লোকসভা নির্বাচনে অভূতপূর্ব প্রদর্শনের পর ওয়াইএসআর কংগ্রেসের (YSR Congress ) প্রধান জগন মোহন রেড্ডি (Y. S. Jaganmohan Reddy) দিল্লী পৌঁছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করেন। আর সেখানে পৌঁছে তিনি সব ইস্যুতেই এনডিএ (NDA) কে সমর্থন করার কথা জানান। জগন মোহন নরেন্দ্র মোদীকে অন্ধ্র প্রদেশের আর্থিক স্থিতির ব্যাপারে অবগত করান। আর এরপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্ধ্র প্রদেশকে সবরকম সাহায্য করার আশ্বাস দেন। নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করার পর, জগন মোহন রেড্ডি অমিত শাহ এর সাথে সাক্ষাৎ করেন। সেখানে অমিত শাহ ওনাকে বিধানসভা ভোটে জয়ের জন্য শুভেচ্ছা জানান।
আরেকদিকে লোকসভা নির্বাচন ২০১৯ এ বিজেপির অভূতপূর্ব জয়ের ওর, নরেন্দ্র মোদী আজ সন্ধ্যেয় গুজরাট যাবেন। সেখানে তিনি সর্দার বল্লভ ভাই প্যাটেলের মূর্তিতে পুষ্পাঞ্জলি দেবেন, এবং সেখান থেকে গিয়ে উনি একটি জনসভাও সম্বোধিত করবেন। তাছাড়াও উনি এই জয়ের পর মা হিরাবেন এর কাছে আশীর্বাদ নিতে যাবেন। আগামীকাল নরেন্দ্র মোদী নিজের সংসদীয় এলাকা বারাণসীর সফরে যাবেন। আজ এবং আগামীকালের সমস্ত রকম অনুষ্ঠানের তথ্য টুইট করে সার্বজনীন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আরেকদিকে, নির্বাচনে ল্যাজেগোবরে হওয়ার পর বিরোধী দল কংগ্রেসে আজও মিটিং চলছে। ওয়ার্কিং কমিটি জেলা আর রাজ্য সভাপতিদের ইস্তফা নিয়ে চর্চা করছে। আরেকদিকে কংগ্রেস সভাপতির পদ থেকে পদত্যাগ না করার জন্য রাহুল গান্ধীকে তুষ্ট করার চেষ্টা চালানো হচ্ছে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2JEI4Kq
Bengali News