লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটের প্রচার প্রায় শেষের দিকে। আর পঞ্চম দফার ভোটের আগে ভোট টানতে অর্জুনের এলাকায় প্রচারে গেলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee)। আশা ছিল আজকের জনসভায় বিশাল জনসমাগম করিয়ে বিজেপি নেতা অর্জুন সিং (Arjun Singh) এর দুর্গে নিজের ক্ষমতা প্রদর্শন করবেন মুখ্যমন্ত্রী। কিন্তু হল ঠিক তাঁর উল্টো।
চতুর্থ দফার ভোটের দিন এরাজ্যে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সেদিন তিনি দুটি জনসভা করেছিলেন। তাঁর মধ্যে একটি ছিল অর্জুন সিং (Arjun Singh) এর সমর্থনে ভাটপাড়ায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা জসমাগম ছিল চোখে পড়ার মত। আর সেই সভার পাল্টা দিতে গিয়ে সুপার ফ্লপ হলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee)। প্রধানমন্ত্রীর সভার তুলনায় সিকিভাগও ভিড় হল না ভাটপাড়া জনসভায়। আর এই কারণেই তিনি মেজাজ হারিয়ে অর্জুন-মুকুলকে বেনজির আক্রমণ করেন।
ওই সভা থেকে অর্জুন সিং (Arjun Singh) এবং মুকুল রায়কে (Mukul Roy) গদ্দার বলেন তিনি। কারণ অর্জুন আর মুকুল রায় দুজনেই একসময় তৃণমূল এবং মমতা ব্যানার্জীর প্রধান শক্তি বলে পরিচিত ছিল। কিন্তু উনি নিজের গদ্দারির কথা কোনদিনও বলেন নি, কারণ তৃণমূল দলটাই তো গদ্দারে ভর্তি! দলটা তো আর আকাশ থেকে পরেনি। দলের সমস্ত নেতা নেত্রিই এমন কি তৃণমূল সুপ্রিমো নিজেই তো কংগ্রেসের ঘর ভেঙে তৃণমূল তৈরি করেছিলেন।
ভাটপাড়ার জনসভা থেকে মুকুল (Mukul Roy) এবং অর্জুন সিংকে ভোটের পর দেখে নেওয়ার হুমকি দেন। মমতা ব্যানার্জী (Mamata Banerjee) বিজেপির এই দুই নেতাকে আক্রমণ করে বলেন, ‘কি দিয়নি ওদের? কিন্তু কেউ কেউ এমন আছে, যাদের সব দিলেও মন ভরেনা। আর এই জেলাতেও এমন দুজন আছে।”
মুখ্যমন্ত্রী বলেন, ‘ওদের এমপি পদ দিতে হবে, আবার এমএলও করতে হবে। দোকান, মল, পাব, মকান, গার্ডেন, হোটেল সব দিতে হবে। আমি এত কিছু কিভাবে দেবো? দিতে দিতে তো আমি নিজেই খালি হয়ে গেছি।”
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2vxr6EX
Bengali News