একটি হামলায় অরুনাচল প্রদেশের NPP বিধায়ক Tirong Aboh সমের পরিবারের ছয় সদস্যের মৃত্যু হয়েছে। এই ঘটনা অরুনাচল প্রদেশের তিরপ জেলার বোগাপানি গ্রামে ঘটেছে। সেখানে হামলাকারীরা বিধায়ক Tirong Aboh সমেত ওনার পরিবারের ছয় সদস্যকে হত্যা করে দেয়। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা এই ঘটনার তীব্র নিন্দা করেন।
কনরাড সাংমা (Conrad Sangma) বলেন, অরনাচলের বিধায়ক Tirong Aboh আর ওনার পরিবারের সদস্যের মৃত্যু চরম বেদনাদায়ক। আমরা এই হামলার চরম নিন্দা করি, আর স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে এই হামলায় জড়িত ব্যাক্তিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার আবেদন করছি।
Meghalaya CM Conrad Sangma: NPP is extremely shocked and saddened by the news of the death of its Arunachal MLA Tirong Aboh and his family. We condemn the brutal attack and urge HM Rajnath Singh and PM Modi to take action against those responsible for such attack (file pic) pic.twitter.com/cLCu7uKBgT
— ANI (@ANI) May 21, 2019
শোনা যাচ্ছে National Socialist Council of Nagaland এর জঙ্গিরা এই হামলা চালিয়েছে। আপনাদের জানিয়ে রাখি National Socialist Council of Nagaland একটি জঙ্গি সংগঠন।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2EnQbHd
Bengali News