পুলবামা হামলার জবাবে ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের বালাকোটে এয়ার স্ট্রাইক করেছিল। ওই এয়ার স্ট্রাইকে যে বোমার ব্যাবহার করা হয়েছিল তা ইজরায়েল থেকে আমদানি করা হয়েছিল। ইজরায়েল আতঙ্কবাদের উপর স্ট্রাইক করার জন্য খ্যাতি অর্জন করেছে। তাই ভারত বালাকোটের এয়ার স্ট্রাইক করার আগে ইজরায়েল বোমার উপর ভরসা করেছিল। এখন ভারতের বায়ুসেনা এডভান্সড হিসেবে ওই বোমা কিনতে চলেছে। ভারত ইজরায়েল থেকে স্পাইস-২০০০ বোমা কিনতে চলেছে।
এই বোমা যেকোনো বিল্ডিংয়ের উপর আক্রমণ করতে পরিকল্পনা সহকারে ব্যাবহার করা হয়ে থাকে। এই বোমার পুরানো ভার্সন যেকোনো বিল্ডিংকে ভেদ করে সেখানে ব্লাস্ট করতে সক্ষম। স্পাইস ২০০০ বোমা ভারতীয় সেনা জইস-ই-মহম্মদের ক্যাম্প উড়িয়ে দিতে ব্যাবহার করেছিল। এয়ার জেট থেকে সঠিক নিশানা করে এই বোমা ফেলানো হয়। ইজরায়েল মাঝে মধ্যেই গাজাতে এয়ার স্ট্রাইক করার জন্য এই বোমা ব্যাবহার করে থাকে। স্পাইস ২০০০ বোমার ওজন ৯০০ কিলো হয়ে থাকে যেখানে সামনের দিকে MK-84, BLU-109 এবং RAP-2000 সহ বেশকিছু ধরণের বোমা থাকে।
গাজাতে হামাস আতঙ্কবাদীদের উপর স্ট্রাইক করার জন্য ইজরায়েলের বায়ুসেনা এই বোমা ব্যাবহার করে থাকে। ভারত এখন সেই সব দেশের তালিকায় সামিল হয়েছে যারা অন্যদেশের ভেতরে ঢুকে আতঙ্কবাদীদের মারতে সক্ষম। তবে ভারতের সামনে চ্যালেঞ্জ এখন অনেক বড়ো কারণ ISIS ও বাকি আতঙ্কবাদী ভারতকে ইসলামিক দেশ করার জন্য উঠেপড়ে লেগেছে। তাই জিহাদের সাথে লড়াই করার জন্য ভারত এডভান্স নিজের সৈন্যশক্তিকে বৃদ্ধি করছে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2LAxHJA
Bengali News