২০১৯ এর লোকসভা নির্বাচনে অভাবনীয় জয়ের পর নরেন্দ্র মোদী (Narendra Modi) অমিত শাহ (Amit Shah) এর চরম সমালোচক শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha) হঠাৎ করেই ওনাদের প্রশংসক হয়ে গেলেন। উনি এখন দুই নেতার প্রশংসা করে, তাঁদের জয়কে ‘গ্রেট” উপাধি দিয়ে শুভেচ্ছা জানান। আর ওনার বিরুদ্ধে দাঁড়ানো BJP’র প্রার্থী রবিশঙ্কর প্রসাদকে নিজের পারিবারিক বন্ধু বলেন। বিজেপিকে দুইজনের দল বলে সবসময় আক্রমণ করা শত্রুঘ্ন সিনহা, এবার এই জয়ের জন্য অমিত শাহ এর ভূয়সী প্রশংসা করলেন।
লোকসভা নির্বাচনে শুভেচ্ছা বার্তা জানিয়ে শত্রুঘ্ন সিনহা বলেন, ‘আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মাস্টার রাজনৈতিক ব্যাক্তিত্ব অমিত শাহ আর বিশেষ রুপে আমাদের পারিবারিক বন্ধু রবিশঙ্কর প্রসাদকে আমি এই জয়ের জন্য শুভেচ্ছা জানাই। এটা ওই দলের আনন্দের অবসর, যেটা আমারও ছিল। আমি সবাইকে মন থেকে স্যালুট জানাই।”
Congratulations Hon'ble PM @narendramodi, on your great win! Congratulations also master strategic @AmitShah & our family friend @rsprasad in particular. It's a time to celebrate in the party which was mine too, till recently. I salute you all wholeheartedly.#ElectionResults2019
— Shatrughan Sinha (@ShatruganSinha) May 24, 2019
বিজেপির বিরুদ্ধে মোর্চা খুলে কংগ্রেসে যুক্ত হওয়া শত্রুঘ্ন সিনহা এইবার কংগ্রেসের টিকিটে বিহারের পাটনা সাহিব থেকে লড়াই করছিলেন। আর সেখান থেকে লড়াই করে, বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের কাছে ওনাকে হার স্বীকার করতে হয়। আরেকদিকে উত্তর প্রদেশের রাজধানী লখনউ তে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং এর বিরুদ্ধে দাঁড়ানো শত্রুঘ্ন সিনহার স্ত্রী পুনম সিনহাও হেরে যান।
লোকসভা নির্বাচনে হারের পর এর আগে শত্রুঘ্ন সিনহা সংবাদ মাধ্যম এএনআই কে জানান যে, এই নির্বাচনে বড় গেম খেলা হয়েছে। তিনি বলেন, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার আর অন্ধ্রপ্রদেশে এবার বড়সড় গেম হয়েছে। কিন্তু এটা এখন বলার সময় না।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2Wotltg
Bengali News