তৃণমূল কংগ্রেসের নোংরা রাজনীতির ছবি বার বার রাজ্যের মানুষের চোখ কপালে তুলেছে। আর এখন ভোট গণনার পর আরো একবার এমন ঘটনার সাক্ষী থাকলো দত্তপুকুর থানার কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের হেমন্ত বসু নগর ১ মাঠপাড়া এলাকা। বৃহস্পতিবার দিন রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগ সামনে আসে। ফল ঘোষনার পরেই কয়েক মাস আগে তৈরি হওয়া রাস্তা থেকে ইট তুলে নিয়ে চলে যায় তৃণমূলের গুন্ডারা।
এলাকার মানুষ শুক্রবার দিন দেখতে পান যে, রাস্তার ইট তুলে ফেলা হয়েছে। সকালে এলাকার মানুষজন দেখেন যে,
রাস্তার কয়েকশ মিটার ধরে ইট তুলে নেওয়া হয়েছে। এরপর এলাকার মানুষ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোপ দেখায়। পঞ্চায়েত এর কাছে দাবি জানানো হয় অবিলম্বে রাস্তা ঠিক করার জন্য। জানিয়ে দি, এলাকার তৃণমূল নেতারা ঘটনার দায় স্বীকার করেছে।
এলাকাটি তৃণমূল নেত্রী বারাসতের সাংসদ কাকলি ঘোষদস্তিদারের লোকসভা কেন্দ্রের কাছাকাছি অবস্থিত। তৃণমূলের ভোট কমে বিজেপির ভোট বেড়েছে বলে তৃণমূলের গুন্ডারা এমন কাজ করেছে বলে অভিযোগ। কদম্বগাছি পঞ্চায়েতের তৃণমূলের নেতা সুনীল মণ্ডল ঘটনার দায় স্বীকার করেছেন। উনি বলেন, উন্নয়ন করার পরেও ভোট বিজেপিকে দিয়েছে এলাকার লোকজন। তাই এমন কাজ করেছে, এই জন্য উনি নূন্যতম লজ্জা প্রকাশ করেননি। মাঠপাড়া এলাকার মানুষজন বলেন, রাস্তাতি সম্পূর্ণ তৈরি হওয়ার আগেই ইট তুলে নেওয়া হয়েছে। ট্রেন ধরার জন্য ওই রাস্তা ব্যাবহার হয়, তা ছাড়াও সাইকেল কিংবা ভ্যানরিকশা চালানও কঠিন হয়ে উঠেছে ওই রাস্তায়।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2XbunGk
Bengali News