-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

নতুন ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জেনে নিন আর কে কোন মন্ত্রীত্ব পেলেন

- May 31, 2019


ভারতের পঞ্চদশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) নেতৃত্বে সরকারে নতুন ক্যাবিনেট বৃহস্পতিবার দিন শপথ নেয়। শপথ নেওয়ার পরেই সব সাংসদদের তাঁদের পোর্টফলিও অ্যালট করে দেওয়া হয়েছে। জারি করা তালিকায় অমিত শাহ স্বরাষ্ট্র মন্ত্রী, রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রালয়, নিতিন গড়কড়ি পরিবহণ, সদানন্দ গৌড়া ক্যামিক্যাল আর ফার্টিলাইজার, নির্মলা সীতারমন অর্থ এবং কর্পোরেট অ্যাফেয়ার্স।

রামবিলাস পাসওয়ান কোনজিউমার্স অ্যাফেয়ার্স, নরেন্দ্র সিং তোমার কৃষি/পঞ্চায়েত, রবিশঙ্কর প্রসাদ আইন, হরসিমরত কৌর খাদ্য, থাবরচন্দ গেহলোট সামাজিক ন্যায়, এস জয় শঙ্কর-কে বিদেশ মন্ত্রালয় এর দ্বায়িত্ব দেওয়া হয়েছে। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, পেনশন মন্ত্রালয়, পরমাণু উর্জা বিভাগ, মহাকাশ বিভাগ, সমস্ত গুরুত্বপূর্ণ নীতিগত ইস্যু, এবং যেসব মন্ত্রালয় এখনো আবন্টিত হয়নি সেগুলোও প্রধানমন্ত্রীর কাছে রয়েছে।

আসুন জেনে নিই, কে কোন মন্ত্রী হলেন?

প্রধানমন্ত্রী , মহাকাশ গবেষণা ও পরমাণু শক্তি মন্ত্রক – নরেন্দ্র মোদি
স্বরাষ্ট্রমন্ত্রী – অমিত শাহ
প্রতিরক্ষামন্ত্রী – রাজনাথ সিং 
বিদেশমন্ত্রী – এস জয়শঙ্কর
অর্থমন্ত্রী – নির্মলা সীতারমন
শিশু ও নারীকল্যান মন্ত্রী , বস্ত্র মন্ত্রক- স্মৃতি ইরানি
পরিবহন মন্ত্রী – নীতিন গড়করি
আইনমন্ত্রী – রবিশঙ্কর প্রসাদ
রেলমন্ত্রী – পীযূষ গোয়েল
তথ্য ও সম্প্রচারমন্ত্রী – প্রকাশ জাভড়েকর
সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী – মুক্তার আব্বাস নকভি
মানব সংশাধন বিকাশ মন্ত্রী – রমেশ পোখরিয়াল
কৃষিমন্ত্রী – নরেন্দ্র তোমর
শ্রমমন্ত্রী – সন্তোষ গাঙ্গোয়ার
ভারী উদ্যোগমন্ত্রী – অরবিন্দ সাবন্ত
স্বাস্থ্যমন্ত্রী – হর্ষবর্ধন
ইস্পাত ও পেট্রোলিয়াম মন্ত্রী – ধর্মেন্দ্র প্রধান
ক্রীড়া প্রতিমন্ত্রী – কিরণ রিজেজু

পীযূষ গোয়েল – রেল মন্ত্রী

হর্ষবর্ধন – স্বাস্থমন্ত্রী

মুকতার আব্বাস নাকভি – সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী

বাবুল সুপ্রিয় – পরিবেশ ও বন মন্ত্রক

দেবর্শ্রী চৌধুরী – শিশুকল্যাণ মন্ত্রক

কিরণ রিজিজু – যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয়, এবং সংখ্যালঘু বিষয়

গজেন্দ্র সিং শেখাওয়াত – জল মন্ত্রী

প্রকাশ জাবেড়কর – পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক, এবং তথ্য এবং সম্প্রচার

 

 



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2KgQCXu
Bengali News
 

Start typing and press Enter to search