১৯৯৯ সালে হওয়া ভারত-পাকিস্তান কার্গিল যুদ্ধের সময় লড়াই চলাকালীন শহীদ হয়েছিলেন ল্যান্স নায়ক বাচ্চন সিং। এখন ১৯ বছর পর ওই একই ব্যাটালিয়নে লেফটেন্যান্ট হিসেবে যোগদান করলেন উনার ছেলে হিতেস। বলিদানি ল্যান্স নায়ক বাচ্চন সিংকে শ্রদ্ধাঞ্জলি দিয়ে সেনায় যোগদান করলেন হিতেস কুমার সিং। ল্যান্স নায়ক বাচ্চন সিং যখন বলিদানি হয়েছিলেন তখন হিতেসের বয়স ৬ মাস ছিল। হিতেস ছোটো থেকেই আর্মিতে যোগ দেওয়ার স্বপ্ন দেখত এবং ঐ স্বপ্ন নিয়েই বড়ো হয়েছে। আজ ১৯ বছর পর সেনাতে যোগদান করে নিজেকে গর্বিত বোধ করছে হিতেস।
হিতেস উনার বাবার মূর্তির সামনে গিয়ে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন এবং ভারত মায়ের রক্ষার শপদ নেয়। রাজপুতানা রাইফেলস এর বাচ্চন সিং ১২ ই জুন ১৯৯৯ সালে বলিদানি হয়েছিলেন। লেফটিন্যান্ট হওয়ার পর হিতেস বলেন, আমি ১৯ বছর ধরে এই দিনটার অপেক্ষায় ছিলাম। আমি বহু সময় ধরে সেনায় যোগদানের জন্য স্বপ্ন দেখে আসছি। বাবা বলিদানি হওয়ার পর আমার মনের মধ্যে ইচ্ছা ছিল যে আমিও সেনা যোগদান করে দেশের সেবা করবো।
হিতেস বলেন, আমি আমার খুশি শব্দের মাধমে ব্যাক্ত করতে পারছি না। হিতেসের মা বলেনজ স্বামী বলিদানি হওয়ার পর জীবন কঠিন ছিল। কিন্তু আমি এটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমার দুই ছেলেকেই আর্মিতে প্রেরণ করবো। ল্যান্স নায়ক বাচ্চন সিং এর সৈন্য সাথী ঋষিপাল বলেন, উনি একজন সাহসী সৈনিক ছিলেন। আমাদের টলিং র হামলার সময় নায়ক বাচ্চন সিং এর মাথায় গুলি লেগেছিল। ওইদিন আমাদের ১৭ জন জওয়ান শহীদ হয়েছিলেন যার মধ্যে দেরাদুনের মেজর বিবেক গুপ্তাও ছিলেন। ঋষিপাল বলেন, এটা খুবই গর্বের বিষয় যে বলিদান সৈন্যের সুপুত্র গভীর আবেগের সাথে সেনায় যোগদান করছে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2vStO8l
Bengali News