গণতন্ত্রের মহাউৎসবে ভোট দেওয়া সবার সমান অধিকার। আর এরজন্য নির্বাচন কমিশন ভোটারদের উৎসাহ দেওয়ার সাথে সাথে রাজনৈতিক দল গুলোও নির্বাচনী প্রচারে গিয়ে সবাইকে ভোট দেওয়ার আবেদন করে। এমনকি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবাইকে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করে বলেছিলেন, ‘প্রথমে ভোটদান, তারপর জল পান।”
লোকসভা নির্বাচন ২০১৯ প্রতিটি ভালো এবং খারাপ খবরের জন্য সবার কাছে স্মরণীয় হয়ে থাকবে। নেতাদের বিতর্কিত বয়ান থেকে শুরু করে, ভোট নিয়ে চলা হিংসার জন্য এই বছর লোকসভা ভোট আরও স্মরণীয় হতে চলেছে। আর এরকমই একটি হিংসাত্বক খবর জম্মু কাশ্মীর থেকে পাওয়া যাচ্ছে। জম্মু কাশ্মীরের কুলগাঁও এর জঙ্গলপোরা এলাকার পিডিপি কর্মী মোহম্মদ জামাল আগে থেকেই জানতেন যে, এই বার ভোট দিলে চরম অশান্তি ভোগ করতে হবে, তা স্বত্বেও ওনার পরিবার ভোট দিতে গেছিলেন।
২৯ এপ্রিল ভোটদানের দিন জামালের শারীরিক অবস্থা ভালো ছিলনা। আর এই জন্যই তিনি ভোট দিতে যেতে পারেন নি। কিন্তু উনি স্থির করেছিলেন যে, উনি নিজে ভোট না দিতে গেলেও পরিবারের সবাই যেন ভোট দিতে যায়। ওনার গ্রামে ৫০০ টি ঘর আছে, কিন্তু ভোট মাত্র ৭ জন দিয়েছে। আর ওনার পরিবার থেকেই ৫ জন ভোট দিয়েছে।
জামালের পরিবার জানায়, পরিস্থিতি ভালো না হলেও, ওনার পরিবার শান্তিপূর্ণ ভাবে ভোট দিয়ে ফিরে আসে। কিন্তু এই শান্তি বেশিদিন পর্যন্ত বজায় থাকেনি। পরিবারের ভোট দেওয়ার জন্য জামালকে ৫ টি গুলি মারে জঙ্গিরা। দুটি পেটে, দুটি হাতে আর একটি নাকে গুলি মারে জঙ্গিরা। এই ঘটনা গত রবিবার ১৯ মে সামনে আসে। এই ঘটনার পর জামালের পরিবারে শোকের ছায়া নেমে আসে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2LZ6PmV
Bengali News