এক্সিট পোল বের হওয়ার পর পুরো ভারতে রাজনৈতিক চর্চা তীব্র হয়েছে। তবে এই রাজনৈতিক ঝড় থেকে বিদেশী মিডিয়াও রক্ষা পায়নি। ভারতের সাথে সাথে ভারতের বাইরেও ভারতে হওয়া এক্সিট পোল নিয়ে আলোচনা শুরু হয়েছে। আমেরিকা, পাকিস্তান, সৌদী আরব, মালদ্বীপ, ইজরায়েল, ইউরোপ সহ বিশ্বের সমস্থ প্রান্তের মিডিয়া ভারতের এক্সিট পোলের উপর কভারেজ দিয়েছে। লক্ষণীয় বিষয় এই যে, এক্সিট পোলের যে ফলাফল আসছে তার অনুমান কোনো দেশেড মিডিয়া করতে পারেনি।
নরেন্দ্র মোদী পুনরায় ক্ষমতায় আসবে এটা আগে থেকেই অনেক মিডিয়া দাবি করে এসেছে। কিন্তু পুনরায় এত শক্তিশালী হয়ে ক্ষমতায় আসবে এটা বিদেশী মিডিয়া কল্পনাও করতে পারেনি। এর কারণ বিদেশী মিডিয়ায় সাধারণ বামপন্থী সূত্রের উপর নির্ভর করে তাদের অনুমান স্থাপন করে। তাই ভারতে মোদী ঝড়ের আভাস তাদের মাথার উপর দিয়ে চলে গেছে। চীন ও পাকিস্তানের মিডিয়া NDA এর জয় নিয়ে ব্যাপক চর্চা চালিয়েছে।
NDA পুনরায় ক্ষমতায় আসার এক্সিট পোলের জন্য মালদ্বীপ খুশি ব্যাক্ত করেছে। অন্যদিকে পাকিস্তানের মতো দেশে হতাশার ছবি লক্ষ করা গেছে। দি নিউইয়র্ক টাইমস এক্সিট পোলে নরেন্দ্র মোদীর বাম্পার জয়কে বিশাল জয় বলেছে। গালফস টাইমস এর অনুযায়ী, ভারতের জনতা পাকিস্তানের উপর হওয়া সার্জিক্যাল স্ট্রাইক ও এয়ার স্ট্রাইকের ভিত্তিতে ভোট দিয়েছে। যে ভারতের জনতা আলু, পেঁয়াজের দামের উপর ভোট দিত তারা এখন দেশেড সুরক্ষার ইস্যুতে ভোট দিয়েছে বলেও অনেক বিদেশী মিডিয়ায় দাবি। কিছু আন্তর্জাতিক মিডিয়া মোদীর জয়ের জন্য বিরোধী দলের দুর্বলতাকে দায়ী করেছে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2Ep20gh
Bengali News