-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

আবার মোদী সরকার গড়ার খবর আসতেই, উর্ধ্বমুখী শেয়ার বাজার, ডলারের তুলনায় বাড়ল টাকার দাম

- May 19, 2019
রবিবার সন্ধ্যেয় ২০১৯ এর নির্বাচনের এক্সিট পোল (Exit Poll) প্রকাশ্যে এসেছে। লোকসভা নির্বাচনের (Lok Sabha Election) গণনা আগামী ২৩ মে হতে চলেছে। কিন্তু দেশের সমস্ত এজেন্সিদের এক্সিট পোল প্রকাশ্যে আসতেই রাজনৈতিক তর্কের নতুন অধ্যায় শুরু হয়েছে। দেশের সমস্ত সমীক্ষা এজেন্সিই কেন্দ্রে আবার মোদী সরকার (Modi Sarkar) গড়ার সম্বাবনা প্রকাশ করেছে। আর এরপর আজ সকাল থেকেই এক্সিট পোলের প্রভাব দেখা দিচ্ছে শেয়ার বাজারে (Share Market)।

সপ্তাহের প্রথম ব্যাবসায়িক দিন (সোমবার) শেয়ার বাজার সবুজ সঙ্কেতের সাথেই খোলে। মুম্বাই স্টক এক্সচেঞ্জ এর প্রধান ইনডেক্স সেনসেক্স ৮১১ অঙ্ক, ২.১৪ শতাংশ বৃদ্ধির সাথে খোলে। আরেকদিকে ন্যাশানাল স্টক এক্সচেঞ্জ নিফটি ২৪২.১০ অঙ্ক, ২.১২ শতাংশ বৃদ্ধির সাথে খোলে।

৮১১ অঙ্কের বৃদ্ধির সাথে সাথে সেনসেক্স ৩৮৭৪১,৭৭ এর স্তরে ওপেনিং করে। আরেকদিকে সপ্তাহের প্রথম ব্যাবসায়িক দিনে ২৪২.১০ অঙ্কের বৃদ্ধির পর ১১৬৪৯.৩০ এর স্তরে ওপেনিং করে নিফটি। দিজ্ঞজ শেয়ারে কথা বললে ইয়েস ব্যাংক, এম অ্যান্ড এম, IndusInd Bank, এল অ্যান্ড টি, বাজাজ ফাইন্যান্স, আদানি পোর্টস, এইচপিসিএল, বিপিসিএল, টাটা মোটর্স, আইসিআইসিআই ব্যাংক, এইচডিএফসি ব্যাংক সবুজ সঙ্কেতের সাথে খোলে।

সোমবার ডলারের তুলনায় ভারতীয় টাকা ৭৩ পয়সা বৃদ্ধি পায়। এই বৃদ্ধির পর ভারতীয় টাকা ৬৯.৪৯ এর স্তরে পৌঁছে যায়। সপ্তাহের শেষ ব্যাবসায়িক দিনে ডলারের তুলনায় টাকার দাম ছিলো ৭০.২২ পয়সা।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2JZjJyH
Bengali News
 

Start typing and press Enter to search