সপ্তাহের প্রথম ব্যাবসায়িক দিন (সোমবার) শেয়ার বাজার সবুজ সঙ্কেতের সাথেই খোলে। মুম্বাই স্টক এক্সচেঞ্জ এর প্রধান ইনডেক্স সেনসেক্স ৮১১ অঙ্ক, ২.১৪ শতাংশ বৃদ্ধির সাথে খোলে। আরেকদিকে ন্যাশানাল স্টক এক্সচেঞ্জ নিফটি ২৪২.১০ অঙ্ক, ২.১২ শতাংশ বৃদ্ধির সাথে খোলে।
৮১১ অঙ্কের বৃদ্ধির সাথে সাথে সেনসেক্স ৩৮৭৪১,৭৭ এর স্তরে ওপেনিং করে। আরেকদিকে সপ্তাহের প্রথম ব্যাবসায়িক দিনে ২৪২.১০ অঙ্কের বৃদ্ধির পর ১১৬৪৯.৩০ এর স্তরে ওপেনিং করে নিফটি। দিজ্ঞজ শেয়ারে কথা বললে ইয়েস ব্যাংক, এম অ্যান্ড এম, IndusInd Bank, এল অ্যান্ড টি, বাজাজ ফাইন্যান্স, আদানি পোর্টস, এইচপিসিএল, বিপিসিএল, টাটা মোটর্স, আইসিআইসিআই ব্যাংক, এইচডিএফসি ব্যাংক সবুজ সঙ্কেতের সাথে খোলে।
সোমবার ডলারের তুলনায় ভারতীয় টাকা ৭৩ পয়সা বৃদ্ধি পায়। এই বৃদ্ধির পর ভারতীয় টাকা ৬৯.৪৯ এর স্তরে পৌঁছে যায়। সপ্তাহের শেষ ব্যাবসায়িক দিনে ডলারের তুলনায় টাকার দাম ছিলো ৭০.২২ পয়সা।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2JZjJyH
Bengali News