-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

BJP কে ভোট দেওয়ার জন্য মুসলিম মহিলাকে মারধর! শশুর বাড়ি থেকে বের করে দিল স্বামী কুদুস আনসারী।

- May 06, 2019

নরেন্দ্র মোদীর বিকাশ কেন্দ্রিক নীতি দ্বারা প্রভাবিত হয়ে রাঁচি স্থিত চানহু এর বাসিন্দা শাহানা খাতুন বিজেপিকে ভোট প্রদান করেছিল। মুসলিম মহিলা শাহানা খাতুন ভোট প্রদানের পর এই বিষয়ে অন্য মহিলাদের সাথে চর্চা করেন। কিন্তু এই খবর যখন উনার শশুর বাড়ির লোকজন অবধি পৌঁছায় তখন ঘটনা বড় রূপ ধারণ করেন। শশুর বাড়ির লোকজন যেইমাত্র জানতে পারে  যে শাহানা বিজেপিকে ভোট দিয়েছে সেইমাত্র তারা রেগে উঠেন। শাহানার স্বামী কুদুস আনসারী তাকে বেধড়ক মারধর করে। শাহানাকে বলা হয়, পরের বার যাকে ভোট দিতে বলা হবে সেখানেই যেন ভোট পড়ে। এই এলাকা লোহারডাঙা সংসদীয় ক্ষেত্রের মধ্যে পড়ে।

লোহারডাঙ্গা এলাকা থেকে বিগত ১০ বছর ধরে সুদর্শন ভগত সাংসদ ছিলেন। ২০০৯ ও ২০১৪ সালে জয়লাভ করা সুদর্শন ভগত এখন মোদী সরকারের অন্তর্গত কেন্দ্রীয় রাজ্যমন্ত্রী। লোহারডাঙ্গা সংসদীয় ক্ষেত্রে ২৯ শে এপ্রিল চতুর্থ দফায় ভোট প্রদান হয়েছিল। সেই সময় শাহানা তার শশুর বাড়ির পরিবারের সদস্যদের মতের বিরূদ্ধে গিয়ে নরেন্দ্র মোদীকে ভোট প্রদান করেছিল। যা জানার পর শশুর বাড়ির লোকজন শাহানার উপর অত্যাচার শুরু করেছে।

ওই দিন সন্ধ্যে বেলা সাহানার স্বামী কুদুস আনসারী গ্রামের অন্যান্য যুবকদের সাথে মিলে শাহানাকে মারধর করে। এরপর শাহানা চানহু পুলিশ থানা গিয়ে আওয়াজ তুলে। সেখানে শাহানা জানায় যে, ওসামা নামের এক ব্যাক্তি তাকে মারধর করেছে। ওসামার বাবার নাম হাসান। ওসামা, শাহানাকে বলেছে যে নরেন্দ্র মোদীকে ভোট দেওয়ার কারণে সে মুসলিম সমাজে থাকার অধিকার হারিয়েছে। শাহানা পুলিশের কাছে জানিয়েছে, তার স্বামী ও ওসামা মিলে তাকে মারধর করেছে।

শাহানা বলেছে যে ভোট নিজের অধিকার তা নিজের ইচ্ছামত দেওয়া যায়। এটা শোনার পর কুদুস আনসারী শাহানাকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য বলে। শাহানা তার ছেলে মেয়েকে নিয়ে বাপের বাড়িতে এসেছে। পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, খুব শীঘ্রই এই বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়া হবে ও দোষীদের শাস্তি দেওয়া হবে। প্রসঙ্গত, নরেন্দ্র মোদীর সরকার তিন তালাকের মতো ইস্যুতে মুসলিম মহিলাদের সাথ দিয়েছে। যার জন্য মুসলিম মহিলাদের বেশ কিছু অংশ বিজেপিকে ভোট প্রদান করতে উৎসাহিত হয়েছে। ৫ ই মে উত্তরপ্রদেশে এক জনসভা সম্বোধিত করতে গিয়ে নরেন্দ্র মোদী বলেন, বহু মুসলিম দেশে তিন তালাক প্রথা বন্ধ হয়েছে। ভারতেও আমরা সেই চেষ্টা করেছি। মহিলাদের সমান অধিকারের লড়াইতে আমরা পাশে আছি।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2H5ZqxC
Bengali News
 

Start typing and press Enter to search