চীন থেকে একটা বড় খবর সামনে আসছে।চীনের মিডিয়া মনখুলে ভারতের প্রধানমন্ত্রীর প্রশংসা করেছে। চীনের মিডিয়ার দাবি, নরেন্দ্র মোদীর নীতি ভারত-চীন সম্পর্ককে নতুন দিশা দেখিয়েছে। তাদের দাবি এবার ভারতে যে সরকার গঠন হোক না কেন, ভারত-চীন সম্পর্ক এমনভাবে বজায় থাকা উচিত। প্রাপ্ত খবর অনুযায়ী, চীনের মিডিয়া প্রধানমন্ত্রী মোদীকে পূর্ব প্রধানমন্ত্রী নেহেরুর থেকে অনেকবেশি জনপ্রিয় বলে দাবি করেছে। চীনের সরকারি পত্রিকা গ্লোবাল টাইমস এ ছাপা খবর অনুযায়ী, চীন মনে করছে BJP কে নির্বাচনে জেতার জন্য কংগ্রেসের সাথে কড়া টক্কর দিতে হবে।
ছাপা খবর এ বলা হয়েছে, ‘ এটা বলা মুশকিল যে BJP আগের মতো বহুমত পাবে কিনা। কিন্তু নরেন্দ্র মোদীর( Narendra Modi) সরকার কূটনৈতিক মামলার দিক থেকে বেশ এগিয়ে ছিল। নরেন্দ্র মোদীর কূটনীতি পুরো বিশ্বকে ভারতের দিকে আকর্ষিত হতে বাধ্য করেছে।আগে চিনী সমাজ ভারতের প্রতি এতটা আকর্ষিত হতো না যতটা নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর হয়েছিল।” খবরে এটাও বলা হয়েছে, চীন ও ভারতের মধ্যে অনেক দ্বন্দ সামনে এসেছিল। কিন্তু নরেন্দ্র মোদীর কূটনীতির জন্য সেইসব দ্বন্দ অনেকটা প্রশমিত হয়েছে।
প্রধানমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদী চীনের সোশ্যাল মিডিয়ায় একাউন্ট খুলেছিল যারপর উনার জনপ্রিয়তা চীনে ব্যাপক বৃদ্ধি হয়েছে। নরেন্দ্র মোদীর কারণেই চীনের মিডিয়া ভারতের কভারেজ বাড়িয়েছিল এবং চিনী সমাজ ভারতের দিকে আকর্ষিত হয়েছে। খবর অনুযায়ী, মোদীর ৫ বছরের কার্যকালকে গড় লক্ষ করলে দেখা যাবে যে এই সময় চীন ও ভারতের সম্পর্ক বেশ ভালো ছিল। এর কারণ চীন ও ভারতের মধ্যে জমি সংক্রান্ত এবং নীতি সংক্রান্ত দ্বন্দ তৈরি হয়েছিল। সেই সময় মোদী সরকার ধর্য্য ধরে কোনো অযৌক্তিক বিবৃতি না দিয়ে মামলা হাল করেছিল।
মাসুদ আজহারকে নিয়ে ভারত ও চীনের দ্বন্দ ব্যাপক রয়েছে তা সত্ত্বেও সরকার কূটনৈতিক ভাবেই আন্তর্জাতিক মহলে মামলার হাল বের করছে। অন্যদিকে আমেরিকা ভারতকে ব্যাবহার করে চীনের উপর নিয়ন্ত্রণ করতে চাইছে সেখানেও নরেন্দ্র মোদীর সরকার নিরপেক্ষ কূটনীতি প্রয়োগ করেছে। অবশ্য গ্লোবাল টাইমস এ মোদী বিরোধী কিছু খবর ছাপাও হয়েছে। মাসুদ আজহারের নীতিতে চীনের পত্রিকা নরেন্দ্র মোদীর বিরোধও করেছে।
চীনের পত্রিকায় ছাপা খবর এ দাবি করা হয়েছে, ভারত সরকার মাসুদ আজহার ইস্যুতে ভারতের মধ্যে চীন বিরোধী মানসিকতাকে বাড়তে দিয়েছে। দালাই লামাকে নরেন্দ্র মোদীর সরকার রাষ্ট্রপতি ভবনে আমন্ত্রণ জানিয়ে ছিল সেই নিয়েও আপত্তি প্রকাশ করেছে চীন। দালাই লামাকে অরুণাচল প্রদেশ যাওয়ার অনুমতি দিয়ে মোদী তিব্বত কার্ড খেলেছে বলে প্রকাশিত খবর এ দাবি করা হয়েছে।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2IGhY8H
Bengali News