-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

ভারতের পাশে দাঁড়িয়ে চীনেকে বড়সড় ঝটকা দিলো প্রতিবেশী দেশ ভূটান

- April 13, 2019

Belt and Road Initiative অথবা One Belt One Road (OBOR) থেকে ভারত অনেক আগেই নিজেকে আলাদা করে নিয়েছে। কিন্তু প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ আর বাংলাদেশ এই প্রোজেক্টে যুক্ত হওয়ার জন্য অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছে। এখন সবার নজর ভুটানের দিকে টিকে আছে। ভূটান এখনো তাঁদের সহমতি জানায় নি এই বিষয়ে।

আপনাদের জানিয়ে রাখি, এর আগে ২০১৭ তে হওয়া OBOR এর ফোরাম মিটিং ভারতের সাথে ভূটানও বহিস্কার করেছিল। আর এরপরেও চীন লাগাতার ভূটানকে এই প্রোজেক্টে নিয়ে আসার চেষ্টা চালিয়েই যাচ্ছে। বিগত কয়েক বছর ধরে, বেজিং ভূটান এর নতুন সরকারকে দিল্লির প্রভাব থেকে দূরে রাখার চেষ্টা চালাচ্ছে।

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, গতবারের বৈঠকের মতই এবারের বৈঠককেও ভূটান বহিস্কার করতে চলেছে। ভূটানের প্রধান চিন্তার কারণই হল, চীনের সাথে এই প্রোজেক্টে কাজ করলে তাঁদের আর ভারতের সম্পর্ক খারাপ হতে পারে। যদিও ভূটানের সাথে চীনের আধিকারিক দিক দিয়ে কোন কূটনৈতিক সম্বন্ধ নেই। কিন্তু তাও, চীনের সাথে ভূটানের ব্যাবসায়িক সম্পর্ক বেশ ভালো।



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2P7hfid
Bengali News
 

Start typing and press Enter to search