প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুরো বিশ্বে হিন্দু নেতা হিসেবে পরিচিত। অবশ্য নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী থাকাকালীন তার মুখ থেকে কোনো হিন্দুত্ববাদী ভাষণ শোনা যায়নি। এর কারণ প্রধানমন্ত্রী পদ একটা বড় সাংবিধানিক পদ। সেখান থেকে হিন্দুত্ববাদী ভাষণ দিলে ভারতের ‘হিন্দু বিরোধী দালাল মিডিয়া’ সেটাকে অসহিষ্ণু বলে মোড় দিয়ে দিতে পারে। যাতে দেশের আন্তর্জাতিক ছবি খারাপ হতে পারে। তবে এখন প্রধানমন্ত্রী মোদী পূর্ন হিন্দুত্ববাদী মুডে রয়েছেন এবং দেশের মিডিয়া চ্যানেলগুলির কাছে গিয়ে কোনো সংকোচ ছাড়াই নিজের কথা রাখছেন।
মাত্র কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী খোলাখুলি বলেছিলেন, হিন্দুরা কখনো আতঙ্কবাদী হতে পারে না। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী মোদীকে হিন্দুদের হয়ে এমন কথা বলতে হচ্ছে এর কারণ বামপন্থী, কংগ্রেসি ও দালাল মিডিয়া হিন্দুদের আতঙ্কবাদী তথা অসহিষ্ণু প্রমান করার জন্য উঠেপড়ে লেগেছে। জানিয়ে দি, হিন্দুদের আতঙ্কবাদী প্রমান করার জন্য ষড়যন্ত্র বহু সময় ধরে চলে আসছে। হিন্দুদের আতঙ্কবাদী প্রমান করার জন্যই সাধ্বী প্রজ্ঞা সহ বহু সাধু সাধ্বীকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল। যদিও সকলেই বর্তমানে NIA অথবা আদালত থেকে ক্লিন চিট পেয়েছে।
যাইহোক হিন্দুদের অপমানের বদলা নেওয়ার জন্য বিজেপি একটা বড়ো সুযোগ করে দিয়েছে। ভূপালে দিগ্বিজয় সিং এর বিরুদ্ধে বিজেপি সাধ্বী প্রজ্ঞাকে টিকিট দিয়েছে। দিগ্বিজয় সিং সেই ব্যক্তি যিনি গেরুয়া আতঙ্কবাদ তথা হিন্দু আতঙ্কবাদ শব্দের সবথেকে বেশি প্রচার করেছিলেন। সাধ্বী প্রজ্ঞাকে বিজেপি টিকিট দেওয়ার কারণে দেশের দালাল মিডিয়াগুলোর মধ্যে ভূমিকম্প তৈরি হয়েছে। দালাল মিডিয়া অভিযোগ তুলেছে এই যে, বিজেপি আতঙ্কবাদীকে টিকিট দিয়েছে।
Here's the video pic.twitter.com/wWpp0h2O12
— Rahul Roushan (@rahulroushan) April 19, 2019
তবে এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সমস্ত দালাল মিডিয়া ও বিরোধী দলগুলিকে বেশ জবাব দিয়েছেন। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, Times Now চ্যানেলে ইন্টারভিউ দেওয়ার সময় প্রধানমন্ত্রী মোদী সাধ্বী প্রজ্ঞাকে সমর্থন করে বলেন এটা মহান হিন্দু সংস্কৃতির
বিরুদ্ধে কংগ্রেসের একটা ষড়যন্ত্র। প্রধানমন্ত্রী বলেন সাধ্বী প্রজ্ঞা একটা সিম্বল যা কংগ্রেকে উচিত শিক্ষা দেবে। প্রধানমন্ত্রী মোদী বলেন, সমঝোতা এক্সপ্রেস ব্লাস্ট কেসে কি বেরিয়ে এসেছে? প্রধানমন্ত্রী বলেন যে সংস্কৃতি “সর্বে ভবন্তু সুখীনহ: সর্বে সন্তু নিরাময়া” এর শিক্ষা দেয় সেই সংস্কৃতিকে কংগ্রেস আতঙ্কবাদের সাথে জুড়ে দেওয়ার প্রয়াস করেছে।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2GyPAnG
Bengali News