বলিউড অভিনেতা সানি দেওল (Sunny Deol) লোকসভা নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টি (BJP) জয়েন করেছেন। উনি পাঞ্জাবের গুরুদাসপুর থেকে নির্বাচনে লড়বেন। শনিবার সানি প্রথম রোড শো করলেন, সেই রোড শোয়ে দেখার মত ভিড় হয়। উনি এই রোড শো রাজস্থানের বাড়মের (Barmer) এর বিজেপি (BJP) প্রার্থী কৈলাশ চৌধুরীর সমর্থনে করেন। কংগ্রেসের তরফ থেকে মানবেন্দ্র সিং ওই আসনে প্রার্থী হয়েছেন।
নিজের প্রথম রোড শোয়ে সানি দেওল (Sunny Deol) লক্ষ লক্ষ সমর্থক রাস্তায় নেমেছিল। সানি দেওল (Sunny Deol) সাদা শার্ট, ব্লু জিন্স আর আর্মি ক্যাপ পড়েছিলেন। সমর্থকেরা সানি দেওলের গাড়ির পাশে এসে সানিকে একবার সামনে থেকে দেখতে চাইছিল, আর সানি তাঁদের সাথে শুধু হাত মিলেয়েই খান্ত থাকেননি, উনি ওদের থেকে উপহারও নিয়েছেন।
সংবাদ সংস্থা ANI দ্বারা জারি করা একটি ভিডিওতে সানি তাঁর ফ্যান্স দ্বারা দেওয়া পেইন্টিং আর পাগড়ি নিচ্ছে দেখা যায়। গদর সিনেমার বিখ্যাত ডাইলগ, ‘ হিন্দুস্তান জিন্দাবাদ থা … জিন্দাবাদ হে… অউর জিন্দাবাদ রেহেগা” ডায়লগ রোড শোয়ের ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে বাজছিল।
#WATCH Barmer: Sunny Deol holds his first roadshow after joining BJP, campaigns for BJP LS candidate from Barmer, Kailash Choudhary. Dialogue from the movie 'Gadar', "Hindustan Zindabad tha, zindabad hai, zindabad rahega" heard in the background #Rajasthan #LokSabhaElections2019 pic.twitter.com/OjVXPJRJkU
— ANI (@ANI) April 27, 2019
আপনাদের জানিয়ে রাখি, সানি দেওল পাঞ্জাবের যেই আসনে দাঁড়িয়েছেন, সেখানে আগে বিখ্যাত বলিউড অভিনেতা বিনোদ খান্না দাঁড়াত। গুরুদাসপুর বিজেপির দুর্গ বলেই পরিচিত। বিনোদ খান্নার মৃত্যুর পর ওই আসনে ওনার স্ত্রী কবিতা-এর দাঁড়ানোর গুঞ্জন চলছিল, কিন্তু বিজেপি সানি দেওলকে সেখান থেকে টিকিট দেয়।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2V05lfX
Bengali News