দেশে নির্বাচন চলছে, আর তার থেকে দ্রুত গতিতে নেতাদের মুখ চলছে। একে অপরকে আক্রমন করতে গিয়ে ভাষার মর্যাদা পর্যন্ত হারিয়ে। ভারত দেশের মানুষ চরিত্রবান, এই খ্যাতি যুগ যুগ থেকে চলে আসছে। কিন্তু মূর্খ চরিত্রহীন নেতাদের জন্য হয়তো সেই খ্যাতিও ভারতবর্ষ হারিয়ে ফেলবে। সমাজবাদী পার্টির নেতা তথা পার্থী আজম খান বিজেপির পার্থী জয়াপ্রদাকে নিয়ে অভদ্র মন্তব্য করেছেন। মন্তব্য এতটাই জঘন্য যে সেটা লেখার মাধ্যমে প্রকাশ করাও লজ্জাজনক। এর ভিত্তিতে আজম খানের বিরুদ্ধে কেস দায়ের করা হয়েছে ।
নির্বাচন কমিশনের কাছে দাবি করা হয়েছে আজম খানের টিকিট বাতিল করার জন্য। জানিয়ে দি, আজম খান সমাজবাদী পার্টির নেতা হওয়ার সাথে সাথে একজন পূর্ব মন্ত্রী। আজম খান ইসলামিক কট্টর নেতা যিনি মহিলাদের বস্তু মনে করেন বলে অভিযোগ উঠেছে। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ এই ইস্যুতে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবকেও আক্রমন করেছেন।
মুসলিম নেতা আজম খানের মন্তব্যকে কেন্দ্র করে দেশজুড়ে মহিলাদের মধ্যেও তীব্র প্রতিবাদ দেখা গেছে। আজম খানকে কেন এখনো জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে না সেই নিয়ে অনেকে নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন তুলেছেন।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2v97CGl
Bengali News